Parambrata-Piya Baby Pic: দিনটা ছিল ১৫ জুন, রবিবার। পিতৃদিবসে প্রথমবার ছেলের ছবি প্রকাশ্যে এনেছিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। বাবা হওয়ার পর জীবনের প্রথম পিতৃদিবসে রাজপুত্রের প্রথম ঝলক সকলের সঙ্গে শেয়ার করেছিলেন। ছোট্ট নরম আঙুলের কোমল স্পর্শ 'ড্যাডি কুল' পরমের হাতে। আর সেই পরম প্রাপ্তির মুহূর্তের ছবি ভাগ করতেই ছোট্ট সোনাকে আদরে-ভালবাসায় ভরিয়ে দিয়েছে নেটপাড়া। এবার এক বৃষ্টিভেজা দিনে সন্তানের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করলেন পরম পত্নী পিয়া।
মুঠো করা ছোট্ট পাঁচ আঙুলে মায়ের বুড়ো আঙুল আগলে রেখেছেন ছোট্ট সোনা। মা-ছেলের এই মিষ্টি মুহূর্তের ছবি পোস্ট করে পিয়া লিখেছেন, 'মাম্মাস বেবি' যার বাংলা তর্জমা করলে হয়, মায়ের সোনা। কজের মাঝে পিয়া যে মাতৃত্ব একেবারে চেটেপুটে উপভোগ করছেন সে কথা বলাইবাহুল্য। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে মাতৃত্বের প্রথম অনুভূতি শেয়ার করেছিলেন পিয়া চক্রবর্তী।
আরও পড়ুন 'একসঙ্গে যখন দেখলাম ছোট্ট প্রাণটা...', কী ভাবে অন্তঃসত্ত্বা স্ত্রীর যত্ন নিচ্ছেন পরমব্রত?
আবেগপ্রবণ কণ্ঠে বলেছিলেন, 'মনে হচ্ছিল এই তো কয়েক ঘণ্টা আগেও আমার শরীরের মধ্যে ছিল! আজ তাকে দেখলাম। এত ছোট্ট সাইজ!! ব্যাপারটা বেশ মজার কিন্তু। এই পুরো জার্নিটায় আমার মনে হয়েছে অনেকগুলো অনুভূতির মিশ্রণ। প্রথম দেখায় মনে হয় অবিশ্বাস্য, তারপর অত ছোট মানুষটাকে দেখলে মায়া হয়। মনে হয় পেটের ভিতর এইরকম চেহারার একটা মানুষ ছিল, এতো ভাবাই যায় না!'
আরও পড়ুন জামাইষষ্ঠীতেই 'জুনিয়র চ্যাটার্জি'-র আগমন, দুই থেকে তিন হলেন পরমব্রত-পিয়া, পুত্র না কন্যা এল ঘরে?
জামাইষষ্ঠীতেই চাটুজ্জে পরিবারে হয়েছিল 'জুনিয়র চ্যাটার্জি'-র আগমন। দুই থেকে তিন হয়েছেন পরমব্রত-পিয়া। প্রেমদিবসের পরেই সোশ্যাল মিডিয়ায় প্রেগন্যান্সির সুখবর দিয়েছিলেন তারকা দম্পতি। জীবনের 'পরম' প্রাপ্তির কথা বলতে গিয়ে পিয়া বলেছিলেন, 'শরীরের মধ্যে ছোট্ট একটা প্রাণ বেড়ে উঠছে। প্রতি মুহূর্তে সেটা অনুভব করছি।'
আরও পড়ুন 'এই তো কয়েক ঘণ্টা আগেও...', মাতৃত্বের অনাবিল সুখের মুহূর্ত ভাগ পরম পত্নী পিয়ার
আরও বলেছিলেন, 'গতকাল (১৪ ফেব্রুয়ারি) আমাদের ডক্টরের কাছে ডেট ছিল। একসঙ্গে প্রথমবার অনুভব করলাম শরীরের মধ্যে ছোট্ট প্রাণটা ধীরে ধীরে বেড়ে উঠছে। এর অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না।' লাস্ট বাট নট ইন লিস্ট, স্বামী-স্ত্রী এখন একত্র হলেই আলোচনা টপিকের ৯০ শতাংশই ছোট্ট সোনাকে নিয়েই হচ্ছে। জীবনের পরিবর্তনের সঙ্গে কিছু জিনিসও বদলায় আর তা নিয়ে আলোচনাও বেশ এনজয় করছেন পরম-পিয়া।
আরও পড়ুন পিতৃদিবসে রাজপুত্রের প্রথম ঝলক, ছবি পোস্ট করে কী লিখলেন পরিচালক-অভিনেতা পরমব্রত?