Ditipriya Basant Panchami: রাত পোহালেই বাগদেবীর আরাধনা করবেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই। তবে আনন্দের ধরনটা ব্যক্তি বিশেষে আলাদা। সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। এই দিনটিতে স্কুল-কলেজের পড়ুয়ারা ভোরবেলা ঘুম থেকে উঠে অঞ্জলি দিয়েই চটজলদি সারাদিনের প্ল্যানিংটা সেরে ফেলে। শাড়ি পরে সেজেগুজে বন্ধুদের সঙ্গে বা প্রিয় মানুষের হাত ধরে হয় পৌঁছে যায় শিক্ষাপ্রতিষ্ঠানে বা নিজেদের পছন্দের কোনও জায়গায়। কেউ আবার সরস্বতী পুজোয় দেখে ফেলে পছন্দের সিনেমা।
কিন্তু, ছাত্রজীবনে থেকেও কর্মজীবনের মধ্যে দিয়েই সরস্বতী পুজো উদযাপন করেন এক জনপ্রিয় বাঙালি অভিনেত্রী। বাড়িতে অঞ্জলি দিয়েই সোজা পৌঁছে যাবেন শ্যুটিং সেটে। কাজই তাঁর কাছে বাগদেবীর আরাধনা, কাজই তাঁর ভ্যালেন্টাইন। তিনি নান আদার দ্যান ছোট পর্দার 'রানিমা' দিতিপ্রিয়া রায়। কাজের ব্যস্ততার মধ্যে কী ভাবে সরস্বতী পুজো কাটাবেন? এই দিনটায় কাজকে গুডবাই না বন্ধুবান্ধব বা প্রিয় মানুষের হাত ধরে ঘুরতে যাবেন?
ইন্ডিয়ান এক্সপ্রেসের তরফে এই প্রশ্ন করতেই দিতিপ্রিয়া বলেন, 'এবারেও আমার শ্যুটিং রয়েছে। তাই আলাদা করে সরস্বতী পুজো উপলক্ষে কিছু হবে না। আমার বাড়িতে পুজো হয়। সকালে উঠে অঞ্জলি দেব। তারপর সোজা শ্যুটিং স্পটে চলে যাব। আমার একটা জিনিস মনে হয়, কাজটার সঙ্গে পড়াশোনা ওতোপ্রতোভাবে জড়িয়ে আছে। সারাদিনই তো স্ক্রিপ্ট পড়ছি। তাই কাজই আমার কাছে সরস্বতী পুজো উদযাপনের সেরা মাধ্যম।'
সরস্বতী পুজো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। এই প্রসঙ্গে দিতিপ্রিয়ার সংযোজন, 'আলাদাভাবে কোথাও যাওয়ার সময়টাই হবে না। কেরিয়ারে সঙ্গে যখন ডেট করা শুরু করেছি তখন তো কর্মক্ষেত্রই আমার ভ্যালেনটাইন। কাজটাই আমাদের পুজো, ওটাই আমাদের ভ্যালেনটাইন্স ডে পালনের যোগ্য জায়গা। আমি পাঠভবনের ছাত্রী ছিলাম। তাই ছোট থেকে আলাদা করে স্কুলের পুজো দেখা হয়নি। কলেজে ওঠার পরই শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পুজোটা দেখেছি।'
সিনেমা থেকে সিরিজ, দিতিপ্রিয়ার অভিনয় দর্শকের দরবারে দারুণ প্রশংসিত। শীঘ্রই টেলিভিশনের পর্দায় কামব্যাক করছেন দিতিপ্রিয়া। সিরিয়ালের প্রোমোতে ইতিমধ্যেই মেগার দর্শকের মন ছুঁয়েছে। এখন অপেক্ষা দিতিপ্রিয়া রায়ের আপকামিং ডেইলি সোপ 'তোমায় ভালবেসে'-র সম্প্রচারের অপেক্ষায় বাংলা সিরিয়ালের দর্শক।