/indian-express-bangla/media/media_files/2024/12/08/qBqcBPnF3H6JDcqpUGHj.jpg)
শর্মিলাকে জন্মদিনে 'গ্যাংস্টার' তকমা করিনার!
Shirmila Tagore And Kareena Kapoor Khan: শাশুড়ি -বউমা মানেই আদায়-কাঁচকলায়? তথাকথিত সম্পর্কের এই সমীকরণ কিন্তু, সবসময় সত্যি হয় না। স্রোতের বিপরীতেও তৈরি হয় অনেক সম্পর্ক। ঠিক সেইরকমই মিষ্টি-মধুর বন্ধন শাশুড়ি-বউমা শর্মিলা ঠাকুর ও করিনা কাপুর খানের। ৮ ডিসেম্বর ৭৯-তে পা রাখলেন পতৌদি বেগম শর্মিলা। শাশুড়ি মায়ের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন পুত্রবধূ করিনা কাপুর খান।
বিনা মেকআপে একেবারে ঘরোয়া পোশাকে পতৌদি ম্যানশনের অন্দরমহল থেকে শর্মিলার সঙ্গে ছবি পোস্ট করেছেন করিনা। ছবির সঙ্গে দিয়েছেন একটা মনকাড়া ক্যাপশন। যা থেকে এটা স্পষ্ট, শাশুড়ি-বউমার সম্পর্কের সমীকরণ বেশ মধুর।
শাশুড়ি মাকে জন্মদিনের শুভেচ্ছায় সরাসরি শর্মিলাকে 'গ্যাংস্টার' বলে সম্বোধন করেছেন করিনা। বেবো মজা করে লিখেছেন, 'কুলেস্ট গ্যাংস্টার কে? সেটা আমার আলাদা করে বলার প্রয়োজন আছে? শুভ জন্মদিন শাশুড়ি মা'।
করিনা-শর্মিলার সম্পর্কের এই মিষ্টি সমীকরণ ভক্তদের মন জিতে নিয়েছে। করিনার পোস্টে লাভ-কেকের ইমোজি দিয়েছেন দিদি লোলো ওরফে করিশ্মা কাপুর। প্রসঙ্গত, শর্মিলা-করিনা সংবাদমাধ্যমের সামনেও একে অপরের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
পতৌদি ম্যানশনেই শকর্মিলার সঙ্গে থাকেন সইফ-করিনা। শাশুড়ি মায়ের সঙ্গে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন সইফ ঘরণী। জন্মদিনে শর্মিলার সঙ্গে জেহ-এর একটি মিষ্টি ছবিও পোস্ট করেছেন তারকা মম করিনা কাপুর খান। শর্মিলাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও।
আরও পড়ুন: 'আমিও আজ একটু...', গ্রামের বাড়িতে কোন উৎসবে মেতেছেন খরাজ? দেখুন ভিডিও
নাতিকে জড়িয়ে আদর করছেন ঠাকুমা। মা-ছেলের সঙ্গে ছবি পোস্টেক পাশাপাশি 'বার্থ ডে গার্ল' শর্মিলার সিঙ্গল ছবিও শেয়ার করেছেন নবাব বেগম। ছবির কমেন্ট বক্সজুড়ে ভালবাসা-শুভেচ্ছার বন্যা। প্রবীণ অভিনেত্রীর জন্মদিন ভাল কাটুক সেই কামনাই করেছেন।