Kharaj Mukherjee : 'আমিও আজ একটু...', গ্রামের বাড়িতে কোন উৎসবে মেতেছেন খরাজ? দেখুন ভিডিও

Kharaj Mukherjee Pantalaban : কাজের ব্যস্ততাকে দূরে রেখে গ্রামের বাড়িতে স্বস্ত্রীক খরাজ মুখোপাধ্যায়। 'পান্তালবাণ' উৎসবে মেতে অভিনেতা। রান্নাঘরে কী বাঁধছেন খরাজ?

author-image
Kasturi Kundu
আপডেট করা হয়েছে
New Update
গ্রামের বাড়িতে কোন উৎসবে মেতেছেন খরাজ?

গ্রামের বাড়িতে কোন উৎসবে মেতেছেন খরাজ?

Kharaj Mukherjee Festive Mood : খরাজ মুখোপাধ্যায়, বাংলা সিনেমার কৌতুকশিল্পী হিসেবে যার জুড়ি মেলা ভার। তবে এখন তিনি শুধু বাংলাতেই কাজ করছেন না, বলিউড ইন্ডাস্ট্রিতেও পায়ের তলার জমি শক্ত করেছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। শীতের মরশুমে গ্রামের বাড়িতে ছুটি কাটাতে গিয়েছেন স্বস্ত্রীক খরাজ। বীরভূমের পাথাইয়ে অভিনেতার গ্রাম। খরাজ মুখোপাধ্যায়ের স্ত্রীর সোশ্যাল মিডিয়ায় সেখান থেকে একটি ভিডিও পোস্ট করেছেন। তাঁর ইনস্টাগ্রামে চোখ রাখলেই দেখা যায় নিত্য-নতুন রিল। কখনও খরাজের সঙ্গে তো কখনও আবার ভিন্ন বিষয়ের উপর রিল শেয়ার করেন প্রতিভা মুখোপাধ্যায়। ৮ ডিসেম্বর, রবিবার বীরভূমের পাথাই গ্রামে পালিত হচ্ছে 'পান্তালবাণ'। ৭ ডিসেম্বর শনিবার ছিল 'নবান্ন'। তারপর দিন পাথাই গ্রামে 'পান্তালবাণ' উৎসব।

Advertisment

খরাজের গ্রামে এখন যেন উৎসবের মরশুম। সোশ্যাল মিডিয়ায় অভিনেতার স্ত্রী প্রতিভার শেয়ার করা ভিডিও দেখে ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে খরাজের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, 'আমরা কর্তা-গিন্নি গ্রামে ঘুরতে এসেছি। সেই সঙ্গে কিছু কাজকর্মও আছে সেগুলো করব। আমাদের গ্রামটা বীরভূমের পাথাইয়ে। আমাদের এখানে গতকাল নবান্ন ছিল। সবাই নতুন চালের পায়েস বানিয়েছে। কেউ আবার সিন্নির মতো অনেক কিছু বানায়। এই দিন নতুন চালের ভাত খায় সবাই।'

Advertisment

অভিনেতার সংযোজন, 'কালকে সবাই অনেক আয়োজন করেছে। আজকে রিল্যাক্স মুডে থাকবে সকলে। ভালমন্দ রান্নাবান্না করবে। অনন্দ করবে। সবাই মিলে একটা ভাল মুহূর্ত কাটাব সবাই।' খরাজ মুখোপাধ্যায়ের এই ভিডিওতে কিন্তু, একটা মজার বিষয় রয়েছে। অভিনেতা সকলের সঙ্গে বসে একটু মদ্যপানের আবদার করছেন স্ত্রীর কাছে। 

কিন্তু, অনুমতি মোটেই মেলেনি। এদিকে খরাজের মন তো একেবারে...। প্রতিভা মুখোপাধ্যায়ের শেয়ার করা রিল-ভিডিওতে প্রায়ই দেখা যায় খরাজ মুখোপাধ্যায় কত ভাল রান্না করেন। সিনেমার শ্যুটিংয়ের ফাঁকেও খাঁসির মাংস রেঁধেছেন তিনি। আজ রান্নাঘরে কী বানাচ্ছিলেন জানতে চাইলে অভিনেতা বলেন, 'চাউ বানাব বলে সব তৈরি করছিলাম।'

আরও পড়ুন: বিয়ের সাজে বিক্রম-সোহিনী, নবদম্পতির অদ্ভুতুড়ে প্রেমের গল্পই বলবে 'অমর সঙ্গী'? জানুন মুক্তির দিনক্ষণ

tollywood Bengali Cinema Bengali Actor Bengali Television Bengali Film Kharaj Mukherjee Bengali Film Industry