Ahona Dutta And Piya Chakraborty Holi 2025: রাত পোহালেই বসন্তোৎসবের আনন্দে মেতে উঠবে ১৩ থেকে ৮৩। কেউ ভালবাসে রং মেখে ভূত সাজতে তো কেউ আবার রংবে রঙের আবিরেই রঙিন হতে পছন্দ করেন। দোল উৎসবের প্রাক্কালে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রী অহনা দত্ত ও পরম পত্নী পিয়া চক্রবর্তীর সঙ্গে। দুজনের কাছেই এবছরের দোলটা অন্য বছরের তুলনায় একটু আলাদা। কারন তাঁরা দুজনই অন্তঃসত্ত্বা। তিল তিল করে শরীরের মধ্যে বেড়ে উঠছে ছোট্ট প্রাণ। নিজের ও হবু সন্তনের খেয়াল রাখতে এবছর দোল তাঁরা সেলিব্রেট করছেন নাকি রং থেকে দশহাত দূরে? মম টু বি পিয়া কোনও দিনই দোল খেলতে পছন্দ করেন না। তাই অন্য বছরের সঙ্গে এবছরের কোনও পার্থক্য নেই।
অন্যদিকে অনুরাগের ছোঁয়া খ্যাত 'মিশকা' ওরফে অহনা দোল খেলতে ভালবাসেন। এবছরও খেলার প্ল্যান ছিল। ভেবেছিলেন অন্তঃসত্ত্বা অবস্থায় রং খেলার নতুন অভিজ্ঞতা সঞ্চার করবেন। কিন্তু, বিশেষ দুটো কারনে এবার দোল খেলা থেকে ব্রাত্য অহনা। তাই আগামী বছর জমিয়ে হোলি খেলবেন। মম টু বি অহনা বলেন, 'এখন আমি সাড়ে চার মাসের অন্তঃসত্ত্বা। শরীর সামন্য খারাপ। তবুও ভেবেছিলাম রং খেলব। কিন্তু, সদ্য আমার দিদা মারা গেলেন। আর শাশুড়ি মায়ের মৃত্যুর একবছরও হয়নি। তাই এবছর আর বসন্তোৎসব পালন করা হচ্ছে না। বাড়িতেই আমরা সবাই একটু খাওয়াদাওয়া করব। এবছরের আক্ষেপটা পরের বছর সুদে-আসলে মিটিয়ে নেব।' সমুদ্রের পাড়ে সূর্যাস্তের মাঝে বেবি বাম্প প্রদর্শন করে মা হওয়ার সুখবর দিয়েছেন অহনা।
এদিকে আবার লক্ষ্মীছানার পদধূলির পড়ার অপেক্ষায় চাটুজ্জে পরিবার। মা-বাবা হতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। প্রেগন্যান্সি পিরিয়ডটা দারুণ উপভোগ করছেন হবু মা। শরীরের ভিতর বাড়ন্ত ছোট্ট প্রাণকে সঙ্গী করেই রুটিন মেনে কাজকর্মও করছেন পিয়া। দোল সেলিব্রেট প্রসঙ্গে পিয়া জনান, 'আমি কোনওদিনই খুব একটা রং খেলি না। তাই এবছরও দোল নিয়ে কোনও বিশেষ প্ল্যান নেই। আমার ক্ষেত্রে প্রেগন্যান্সির সঙ্গে দোল খেলা বা না খেলার কোনও সম্পর্ক নেই। আমাদের বাড়িতে যদি কেউ আসেন তাহলে একটু আবির মাখাতে পারি। তার চেয়ে বেশি কিছু নয়। দোল উপলক্ষে বাড়িতে যদি ভাল-মন্দ কিছু রান্না হতে পারে।'