Nusrat-Yash Republic Day: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম পাওয়ার কাপল যশ দাশগুপ্ত ও নুসরত জাহান। তাঁদের প্রযোজনা সংস্থার পরবর্তী ছবি 'আড়ি' নিয়ে ব্যস্ত তারকা দম্পতি। তবে কাজের মাঝে সুযোগ পেলেই পারিবারিক সময় কাটান যশরত। একইসঙ্গে সোশ্যাল মিডিয়াতেও খুব সক্রিয় যশ দাশগুপ্ত ও নুসরত জাহান। জীবনের রঙিন মুহূর্তগুলো সকলের সঙ্গে ভাগ করে নেন।
২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসেও দেশের প্রতি সম্মান প্রদর্শন করলেন যুগলে। ধবধবে সাদা টি-শার্টের সঙ্গে জিন্স পরে একটি ভিডিও পোস্ট করেছেন। যার ব্যকগ্রাউন্ডে বাজছে এ.আর রহমানের দেশাত্মবোধক গান মা তুঝে সেলাম। আর যশ-নুসরত হাত দিয়ে দেখাচ্ছেন দেশের জাতীয় পতাকা। 'হ্যাপি রিপারলিক ডে' এই ভিডিও শেয়ার করেছেন টলি ক্যুইন নুসরত জাহান।
অভিনয়ের পাশাপাশি ফটোশ্যুটের মাত দেন নুসরত। অভিনেত্রীর ইনস্টা হ্যান্ডেলে চোখ রাখলেই দেখা যায় সেই নজির। আপাদমস্তক কালো পোশাক, কোকড়ানো চুল আর চোখে কালো ফ্রেমের চশমায় নুসরতের লেটেস্ট লুক জাস্ট ফাটাফাটি। এছাড়াও গ্ল্যামারাস লুকে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার পারদ চড়ান গ্ল্যাম ডল নুসরত।
সম্প্রতি আপকামিং মুভি আড়ি নিয়ে একটি মজার পোস্ট নিজের ইনস্টা অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন অভিনেত্রী। এই ছবিতে অভিনয় করছেন জনপ্রিয় ইউটাউবার উন্মেশ গঙ্গোপাধ্যায়। টিম আড়ি-র সঙ্গে কাজ করে কেমন লাগছে? নুসরতের এই প্রশ্ন শুনে উন্মেশ যা বললেন হাসতে হাসতে পেটে খুল ধরে যাবে। এক ক্লিকে শুনে নিন উন্মেশের বক্তব্য।
এই ছবিতে রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। মা-ছেলের গল্প বলবে আড়ি। ছবির শ্যুটিং শুরুর আগে তিরুপতি মন্দিরে ভগবানের আশীর্বাদ নিয়ে এসেছেন যুগলে। সোশ্যাল মিডিয়ায় তিরুপতি মন্দির থেকে সেই ছবি পোস্ট করেছিলেন তারকা দম্পতি।
সিঁথিতে সিঁদুর, কপালে লাল টিপ আর হাতে লাল চুড়ি-এমন সাজেই নজর কেড়েছিলেন নুসরত। কয়েকদিন আগে ইনস্টা স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেছিলেন। যেখানে গোলাপি রঙের কাপে রয়েছে ধোঁয়া ওঠা চা বা কফি। আর ক্যাপশনে লেখা, 'ক্রেজি উইন্টার মর্নিং' অর্থাৎ 'শীতের সকাল'। এই পোস্টে স্পষ্ট, শীতের সকালে গরমা গরম চা-কফিই নুসরতের সঙ্গী।
প্রসঙ্গত, ৮ জানুয়ারি ছিল নুসরত জাহানের জন্মদিন। জীবনের এই বিশেষ দিনে অভিনেত্রী লিখেছিলেন, 'একরাশ কৃতজ্ঞতা নিয়ে সকালে ঘুম থেকে উঠলাম। আমার নিজেকে ধন্য বলে মনে হচ্ছে যে বেঁচে আছি, শ্বাস নিতে পারছি। এটাই তো জীবনের অনেক বড় প্রাপ্তি। আমাকে জন্মদিনে যাঁরা শুভেচ্ছা-ভালবাসা পাঠিয়েছেন তাঁদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। সকলের ভালবাসা-প্রার্থনা আমার জন্মদিনকে আরও স্পেশ্যাল করে তুলেছে।'