Advertisment

Poonam Maha Kumbh: 'সেক্সি ভিডিও বন্ধ করে...', মহাকুম্ভে পুণ্যস্নানের পর নিজেকে পাপমুক্ত বলতেই কটাক্ষ পুনমকে

Poonam Pandey Maha Kumbh 2025: মহাকুম্ভে পুণ্যস্নানের পর নিজেকে পাপমুক্ত বললেন পুনম পাণ্ডে। অভিনেত্রীর কথায় ফের তাঁর দিকে ধেয়ে এল কটাক্ষ।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Poonam Pandey Maha Kumbh 2025: মহাকুম্ভে পুণ্যস্নানের পর নিজেকে পাপমুক্ত বললেন পুনম পাণ্ডে। অভিনেত্রীর কথায় ফের তাঁর দিকে ধেয়ে এল কটাক্ষ।

'সব পাপ ধুয়ে ফেলেছি', মহাকুম্ভে পুণ্যস্নানের পর বিশেষ অনুভূতি পুনম পাণ্ডের


Poonam Pandey: বিতর্কিত অভিনেত্রী পুনম পাণ্ডে মহাকুম্ভের উদ্দেশে পাড়ি দিতেই কটাক্ষের বাণে বিদ্ধ হয়েছিলেন। অপেক্ষা ছিল মহাকুম্ভে পুনমের পুণ্যস্নানের মুহূর্তের ছবির। বলা ভাল কেমন পোশাকে তিনি পবিত্র স্থানে গিয়েছিলেন সেটা দেখতেই একপ্রকার মুখিয়ে ছিল সকলে।  অপেক্ষার অবসান ঘটিয়ে পুনম পাণ্ডে নিজেই তাঁর ইনস্টা হ্যান্ডেলে মহাকুম্ভ থেকে একগুচ্ছ ছবি ও ভিডিও পোস্ট করলেন। আপাদমস্তক ঢাকা পোশাক, মাথায় ওড়না দিয়ে মহাদেবের নাম করেছেন পুনম। ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানের ছবি পোস্ট করে ইনস্টা স্টোরিতে লিখেছেন, 'আমার সব পাপ ধুয়ে গেল।'

Advertisment

মহাকুম্ভ থেকে ইন্সটা হ্যান্ডেলে ছবি-ভিডিও শেয়ার করে পুনম লিখছেন, 'মহাকুম্ভ...জীবনের অনেক কিছু খুব সামনে থেকে প্রত্যক্ষ করলাম। ৭০ বছরের এক বৃদ্ধকে খালি পায়ে ঘণ্টার পর ঘণ্টা হাঁটতে দেখেছি। যেখানে ভগবানের প্রতি বিশ্বাসের কোনও সীমা নেই। যাঁরা এই মহাকুম্ভে প্রাণ হারালেন তাঁদের জন্য গভীর দুঃখপ্রকাশ করছি। আশা করি তাঁরা  ঠিক তাঁদের মোক্ষলাভে সক্ষম হবেন। এখানে মানুষের যে ভক্তি তা দেখে আমি বাকরুদ্ধ।'

Advertisment

পোস্টের কমেন্ট বক্সজুড়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যদিও সিংহভাগই আক্রমণাত্মক। পুনমকে খোঁচা মেরে নেটিজেনের একাংশ লিখেছেন, 'সব পাপ ধুয়ে গেল?' এক ব্যক্তি পুনমকে পরামর্শ দিয়েছেন, ' সেক্সি ভিডিও বানানো ছেড়ে দিয়ে ভদ্র কাপড় পরা শুরু করুন।' প্রসঙ্গত মঙ্গলবার বিমানবন্দরে পাপারাৎজ্জিদের লেন্সবন্দি হন পুনম পাণ্ডে। নিজেই জানিয়েছিলেন, তিনি মহাকুম্ভে যাচ্ছেন।  সেখান থেকে প্যাপেদের জন্য প্রসাদ আনবেন।

আরও পড়ুন: 'ওই জায়গাটাকে নোংরা করো না', মহাকুম্ভে পুণ্যস্নানে কাপড় পরে ডুব দেওয়ার পরামর্শ পুনম পাণ্ডেকে

মহাকুম্ভের পথে সেই যাত্রার ভিডিও ঘিরে তো সোশ্যাল মিডিয়ায় একেবারে শোরগোল। পুনম পাণ্ডে আর মহাকুম্ভে পুণ্যস্নান, এ যেন হজম করতে সমস্যা হচ্ছিল নেটনাগরিকদের। পুনমের দিকে ধেয়ে এসেছিল কটাক্ষ। সেলেব প্যাপ তাঁর ইনস্টা অ্যাকাউন্টে পুনমের কুম্ভযাত্রার ভিডিও পোস্ট করতেই নেটিজেনরা খোঁচা মেরে লিখেছিলেন, 'নাগী বাবা', কেউ আবার বলেছেন, 'ওই জায়গাটাকে নোংরা করো না। মন থেকে স্নান করো।' 

পুনম পাণ্ডেকে কটাক্ষ করে এক নেটিজেন হেঁয়ালি করেছিলেন, 'যত যাই করো পাপ কোনওদিন সাফ হবে না।' 'ওখানে গিয়ে সব জল কালো করে আসব' বলেও মন্তব্য করেছিলেন নেটপাড়ার এক সদস্য। সর্বদা যাকে খোলামেলা পোশাকে দেখা যায় সেই পুনমকে সাবধান করে এক ব্যক্তির পরামর্শ ছিল, 'কাপড় পরে ডুব দিও।'

Poonam Pandey bollywood actress Maha Kumbh 2025 Maha Kumbh Maha Kumbh Mela 2025
Advertisment