Sayanta Modak-Pratyusha: 'লাইমলাইটে থাকলে চর্চা হয় কিন্তু...', সায়ন্তর সঙ্গে নাম জুড়তেই কী প্রতিক্রিয়া প্রত্যুষার?

Pratyusha Paul: সায়ন্ত মোদকের সঙ্গে নাম জড়িয়েছে অভিনেত্রী প্রতুষা পালের। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওবার্তায় নিজের মত প্রকাশ করেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়। এই প্রসঙ্গে কী মত প্রত্যুষার?

Pratyusha Paul: সায়ন্ত মোদকের সঙ্গে নাম জড়িয়েছে অভিনেত্রী প্রতুষা পালের। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওবার্তায় নিজের মত প্রকাশ করেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়। এই প্রসঙ্গে কী মত প্রত্যুষার?

author-image
Kasturi Kundu
New Update
Sayanta Modak-Pratyusha: 'লাইমলাইটে থাকলে চর্চা হয় কিন্তু...', সায়ন্তর সঙ্গে নাম জুড়তেই কী প্রতিক্রিয়া প্রত্যুষার?

সায়ন্তর সঙ্গে নাম জুড়তেই কী প্রতিক্রিয়া প্রত্যুষার?

Pratyusha Paul On Sayanta Modak: টেলি অভিনেতা সায়ন্ত মোদক এখন টক অফ দ্যা টাউন। তাঁর বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ এনেছেন তিন প্রাক্তন প্রেমিকা। প্রত্যেকের অভিযোগ একটাই, তিনি তাঁদের মারধর করতেন। এই বিষয়ে প্রথম খুলে খুলেছেন সায়ন্তর সর্বশেষ প্রেমিকা কিরণ মজুমদার। সোশ্যাল মিডিয়ায় অভিনেতার কেচ্ছা ফাঁস করতেই পাশে পেয়েছেন মডেল ও অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়কে। তিনিও সায়ন্তর বিরুদ্ধে ফুঁসে উঠেছেন। মুখ বন্ধ রাখেননি প্রিয়াঙ্কা মিত্রও। প্রাক্তনদের অভিযোগের জালে একেবারে জর্জরিত সায়ন্ত মোদক।

Advertisment

এর মাঝেই খবর ছড়িয়েছে তিনি নাকি অভিনেত্রী প্রত্যুষা পালের সঙ্গেও সম্পর্কে ছিলেন। এই খবর চাউর হতেই রেগে কাঁই অভিনেত্রী। ভুয়ো খবর পরিবেশনে বিরক্ত হয়ে ভিডিওবার্তায় জানিয়েছেন, 'অকারণে আমাকে নিয়ে ভুল খবর পরিবেশন করা হচ্ছে। সায়ন্তর সঙ্গে দুটো ধারাবাহিকে কাজ করেছিলাম। এর বাইরে ওঁর সঙ্গে আর কোনও সম্পর্ক নেই। সেই ধারাবাহিকের ছবি ব্যবহার করে আমাকে অভিনেতার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। এটা একেবারেই কাম্য নয়।

আচমকা প্রতুষার সঙ্গে কেন সায়ন্তর নাম জুড়ে গেল? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার এই প্রশ্নে প্রত্যুষা বলেন, 'আমি বুঝতে পারছি না কেন এমনটা হল। আমার সঙ্গে নাম জড়ানোর কী কারন সেটা যদি বুঝতে পারতাম। তবে আমার মনে হয় হইচই প্ল্যাটফর্মে একটি মিনি সিরিজে আমরা কাজ করেছিলাম। সেখানে দুজনের চরিত্রটা এমনভাবে দেখানো হয়েছিল যেন মনে হচ্ছে আমরা প্রেমিক-প্রেমিকা। সায়ন্তকে নিয়ে চর্চার মাঝে ওই সিরিজের ছবিগুলো নিয়ে হঠাৎ আমাদের জুড়ে দেওয়া হল। আর সকলে ভাবছে আমরা প্রেম করছি।' 

Advertisment

এই ঘটনা কেরিয়ার বা ব্যক্তিগতজীবনে প্রভাব ফেলছে? প্রত্যুষার জবাব, 'লাইমলাইটে থাকলে চর্চা হয় সেটা জানি। কিন্তু, ভুল তথ্য ছড়ানোটা ঠিক নয়। আমার জীবনের সঙ্গে যেটা জড়িত নয় সেটাকে তো গ্রহণ করা সম্ভব নয়। এই বিষয়টাই সকলকের কাছে স্পষ্ট করতে আমি ভিডিওটি বানিয়েছি।' সহ অভিনেতা হিসেবে সায়ন্ত মোদকের মধ্যে কোনও অসঙ্গতি দেখেছেন? প্রত্যুষার জবাব 'না'। সায়ন্তর বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে সেই বিষয়ে কোনও ব্যক্তিগত মত প্রকাশে ইচ্ছুক? প্রত্যুষা বলেন,'কর্মসূত্রে আমি সায়ন্তকে চিনি। আমার কাছের বন্ধু নয়। তাছাড়া যাঁরা এই অভিযোগগুলো করেছেন তাঁদের সঙ্গেও আমার বিশেষ সম্পর্ক নেই। তাই এই ব্যাপারে আমার মতপ্রকাশ মোটেই মানায় না।'

Bengali Serial Sayanta Modak Bengali Television Bengali serial TRP Bengali Actor Pratyusha Paul Bengali Actress