/indian-express-bangla/media/media_files/2025/11/04/saswata-2025-11-04-17-54-33.jpg)
কী এমন করেছিলেন শাশ্বত!
Saswata Chatterjee: তারকাদের বিয়ে এখন টক অফ দ্যা টাউন। একটা সময় ছিল, যখন টলিপাড়ার অন্দরে যে কখন-কার বিয়ে হয়ে যেত, খবর পাওয়াই যেত না। তারকা সন্তানদের বিয়েতে গোটা ইন্ডাস্ট্রি উপস্থিত থাকলে, সেটি দেখা যেত খবরের কাগজের পাতায়। কিন্তু, অভিনেতাদের বিয়ের খবর সবসময়-ই খুব ইউনিক হয়।
অভিনেতা শাস্বত চট্টোপাধ্যায় এবং তার স্ত্রী মহুয়ার বিয়ের আগের গল্প এবং পরিচয় যেভাবে হয়েছিল, তা শুনলে না হেসে উপায় নেই। ইংরেজি সাহিত্যের শিক্ষিকা মহুয়া, তিনি এক দিদির বাড়িতে গিয়েছিলেন, আর সেখানেই ছিলেন শাশ্বত। অভিনেতা যা করেছিলেন, সেটা ভীষণ রাগিয়ে দিয়েছিল মহুয়াকে।
Ankush Hazra: 'নারীজাতির ডেপথ ঈশ্বরও বোঝেননি', বিয়ে প্রসঙ্গে রহস্য জিইয়ে রাখলেন অঙ্কুশ?
শুভেন্দু-পুত্র তখন বেশ জনপ্রিয়। এক আকাশের নীচে ধারাবাহিকে নাম করেছেন। বেশ জনপ্রিয় হয়েছেন তিনি। আর যেদিন মহুয়ার সঙ্গে পরিচয় হল, সেদিন.. অভিনেতার স্ত্রী এক রিয়্যালিটি শোয়ে এসে বলেন, "আমার মনে আছে, এক দিদির বাড়িতে চায়ের আড্ডায় গেছিলাম, ওরা ওখানেই ছিল। আর আমায় ভীষণ রাগিয়ে দিয়েছিল।" হেসে হেসে নাকি এও বলেছিলেন মহুয়া মোটা! শাশ্বত পত্নীর কথায়, "তখন এক আকাশের নীচে খুব জনপ্রিয়। আর আরেকটা চ্যানেলে ফ্রেন্ডস চলত। আমার মা-ঠাকুমার সঙ্গে শুধু ঝগড়া হত এই নিয়ে। আমি বাড়ি এসে এটাই বলেছিলাম, খুব বাজে ছেলে, যেমন সিরিয়ালে দেখায়।"
আর অভিনেতা? তিনি আরও বললেন, না! ওকে রাগিয়ে দেওয়ার মত কারণ আছে। আমি শুনেছিলাম, ও নাকি ইংরেজির শিক্ষিকা। এদিকে গোটা সন্ধ্যেটা সেদিন একটাও ইংরেজি শব্দ বলেনি। কী বুঝব?" যদিও, দীর্ঘদিনের তাদের দাম্পত্য, মেয়ে হিয়া এখন অভিনেত্রী। কিন্তু, অভিনেতা সুযোগ পেলেই তার স্ত্রীর লেগপুল করতে ছাড়েন না।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us