Ranojoy Bishnu Birthday: 'কোনও নেগেটিভিটি যেন আজ ছুঁতে না পারে', রণজয়ের জন্মদিনে প্রার্থনা শ্যামোপ্তির

Ranojoy Bishnu-Shyamoupti Mudly: 'গুড্ডি' ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন রণজয় বিষ্ণু ও শ্যামোপ্তি। ধারাবাহিকের শেষে দুজনে মিউজিক অ্যালবামেও কাজ করেছেন। সহ অভিনেতা হিসেবে শ্যামোপ্তির চোখে রণজয় বিষ্ণু কেমন? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে কী বললেন পর্দার 'গুড্ডি'?

Ranojoy Bishnu-Shyamoupti Mudly: 'গুড্ডি' ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন রণজয় বিষ্ণু ও শ্যামোপ্তি। ধারাবাহিকের শেষে দুজনে মিউজিক অ্যালবামেও কাজ করেছেন। সহ অভিনেতা হিসেবে শ্যামোপ্তির চোখে রণজয় বিষ্ণু কেমন? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে কী বললেন পর্দার 'গুড্ডি'?

author-image
Kasturi Kundu
New Update
শ্যামোপ্তির চোখে রণজয় বিষ্ণু কেমন?

শ্যামোপ্তির চোখে রণজয় বিষ্ণু কেমন?

Shyamoupti Mudly On Ranojoy Bishnu: ২২ মার্চ শনিবার রণজয় বিষ্ণুর জন্মদিন। দাসানি স্টুডিও-তে শুক্রবার ভক্তদের সঙ্গে প্রাক জন্মদিন সেলিব্রেট করেছেন বার্থডে বয়। বাংলা সিরিয়ালের দৌলতে মেগার দর্শকের কাছে অত্যন্ত পরিচিত মুখ। ছোট পর্দার বাইরে বড় পর্দাতেও জুড়ি মেলা ভার রণজয়ের। মুক্তির অপেক্ষায় নতুন ছবি 'ওস্তাদ'। তার আগে আপাতত জন্মদিনে পরিবার ও কাছের বন্ধুদের নিয়ে আনন্দে মাতবেন রণজয় বিষ্ণু। সোশ্যাল মিডিয়ায় সতীর্থ থেকে অনুগামী প্রত্যেকেই ভালবাসায় ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।

Advertisment

রণজয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, 'গুড্ডি'-র সহ অভিনেত্রী শ্যামোপ্তি। রণজয়ের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, 'ভাল মানুষ তুমি। এই সততা এবং সামাজিকবোধ তোমার জীবনে এক নতুন আলোর সন্ধান নিয়ে আসুক। এভাবেই জীবন যুদ্ধে এগিয়ে যাও আরও ভালো কাজ কর। পাশে আছি। শুভ জন্মদিন। ভাল থাক, হাসিখুশি থাক।' কমেন্ট বক্সে রণজয়ও শ্যামোপ্তির লেখার তারিফ করেছেন। 

Advertisment

প্রসঙ্গত, একটা সময় রণজয়কে ঘিরে তৈরি হয়েছিল অনেক বিতর্ক। তাঁর বিরুদ্ধে উঠেছিল অনেক অভিযোগও। কিন্তু, সহ অভিনেতা হিসেবে রণজয় বিষ্ণু কেমন? জন্মদিনে তাঁর জন্য কী প্রার্থনা করবেন? আর সহ অভিনেতাকে জন্মদিনে কী উপহার দেবেন? এই সকল প্রশ্নের উত্তর খুঁজতে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে শ্যামোপ্তির সঙ্গে যোগাযোগ করা হয়। সহ অভিনেতা প্রসঙ্গে শ্যামোপ্তি প্রথমেই বলেন, 'খুব ভাল মনের মানুষ। এই মানসিকতাই যেন আজীবন বাঁচিয়ে রাখতে পারে। জীবনে আরও অনেক দূর এগিয়ে যাক। অনেক নতুন কাজ দর্শককে উপহার দিক। সবাইকে যে সম্মান-মর্যাদা দেয় সেই মূল্যবোধ যেন মনের ভিতর আরও বেশি করে প্রস্ফুটিত হয়। জন্মদিন খুব কাটুক-আনন্দে কাটুক।'

রণজয়ের জন্য কী উপহার কিনলেন শ্যামোপ্তি? সেটা অবশ্য বলতে চাননি। উপহার অবশ্যই দেবেন কিন্তু, সেটা একেবারে ব্যক্তিগত। রণজয়ের বার্থডে পার্টিতে আজ নিশ্চয়ই উপস্থিত থাকছেন? শ্যামোপ্তি জবাব, 'হ্যাঁ, সে তো অবশ্যই যাব। একটা বাড়ি ভাড়া করে জন্মদিন সেলিব্রেট করা হবে। পরিবারের সদস্য আর বন্ধুবান্ধব সকলেই আসবে। আমিও যাব। এখন তো জন্মদিনের তিন-চার দিন আগে থেকেই সেলিব্রেশন মুড শুরু হয়ে যায়।' রণজয়কে নিয়ে যে বিতর্কগুলো তৈরি হয়েছিল, সহ অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছিল...কথা থামিয়ে শ্যামোপ্তির সংযোজন, 'আজকের দিনে এগুলো নিয়ে কথা না বলাই ভাল। জন্মদিনটা একটা বিশেষ দিন। আজকের দিনে শুধু ভাল ভাল আর ভালটাই হোক। কোনও নেগেটিভিটি যেন আজ ছুঁতে না পারে।'

Bengali Television Bengali Song Bengali Actor Bengali serial TRP Bengali Serial Bengali Film Industry Bengali Cinema Bengali Film Ranojoy Bishnu