Advertisment
Presenting Partner
Desktop GIF

আড়াই মাস পর শুরু শুটিং, ব্যস্ত টলিপাড়া

কোভিড-১৯ -এর সঙ্গে লড়াই করার সমস্ত প্রস্তুতি নিয়েই এগোবে শুটিং। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে মেকআপ করছেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রায় ৮৫ দিন পর ছবিটা একটু বদলেছে টলিপাড়ার। শুরু হয়েছে শুটিং। নিয়মের একটু অদল বদল হলেও উৎসাহে খামতি নেই। আর্টিস্ট ফোরাম, প্রযোজক ও চ্যানেল কর্তৃপক্ষের মধ্যে বিবাদ মিটেই নতুন উদ্যোমে কাজ শুরু হল। টেকনিশিয়ান, ইন্দ্রপুরী, পার্পল, ভারতলক্ষ্মী, এনটিওয়ান প্রত্যেকটা স্টুডিয়োয় কাজ শুরুর ব্যস্ততা।

Advertisment

কোভিড-১৯ -এর সঙ্গে লড়াই করার সমস্ত প্রস্তুতি নিয়েই এগোবে শুটিং। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে মেকআপ করছেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। জয় বাবা লোকনাথ ধারাবাহিকের শুটিংয়ের ফ্লোর থেকে ছবি শেয়ার করলেন অভিনেতা।

শুটিংয়ের নতুন নিয়ম বেঁধে দেওয়া হয়েছে আগেই-

শুটিং চলাকালীন সমস্ত কলাকুশলীকে মাস্ক ও ফেস শীল্ড পরতেই হবে।

প্রতি ঘন্টায় প্রত্যেককে ৫ মিনিটের বিরতি দেওয়া হবে। সেই সময়ে হাত ধুতে হবে।

মেকআপরুমে মেকআপ আর্টিস্ট ও হেয়ার ড্রেসার সহ মোট ৪ জন থাকতে পারবেন। মেকআপের ঘর কমপক্ষে ১০ফুই বাই ১২ ফুটের হতে হবে।

শুটিংয়ের আগে ও পরে ফ্লোর ভাল করে স্যানিটাইজ করতে হবে সহ একগুচ্ছ নিয়ম।

publive-image জয় বাবা লোকনাথের ফ্লোরে। ফোটো- ফেসবুক

আরও পড়ুন, প্রয়াত অভিনেতা জগেশ মুকাতি

মোহর, বেদের মেয়ে জ্যোৎস্না, কি করে বলবো তোমায়, ত্রিনয়নী-র মতো ধারাবাহিকের শুটিং শুরু হয়ে গিয়েছে। সবার সুরক্ষার কথা মাথায় রেখে বারবার স্যানিটাইজ করা হচ্ছে ফ্লোর থেকে জিনিসপত্র সমস্তকিছু।

publive-image মেকআপ সেলফি পার্নোর। ছবি-ইনস্টাগ্রাম

সর্বত্র ছবিটা কমবেশি একই রকম। সামাজিক দূরত্ব বজায় রেখেই কাজ করে চলেছেন টেকনিশিয়ান থেকে কলাকুশলী প্রত্যেকে। তবে এখই ১০ বছরের শিশুশিল্পীদের শুটিংয়ের অনুমতি মেলেনি। তবে মুচলেকা দিয়ে কাজে যোগ দিতে পারেন প্রবীণ শিল্পীরা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tollywood Bengali Cinema
Advertisment