/indian-express-bangla/media/media_files/2025/06/28/shefali-2025-06-28-13-37-24.jpg)
মৃত্যুর আগের মুহূর্তে নিরাপত্তারক্ষী কেমন দেখেছিলেন শেফালিকে
Shefali Jariwala Last Moment: সালটা ছিল ২০০২। 'কাঁটা লাগা' গানটি রিমিক্স করেছিলেন ডিজে ডল। সেই মিউজিক ভিডিওতে প্রথম দেখা যায় শেফালি জারিওয়ালাকে। সেই সময় তাঁর অভিব্যক্তি, বুকের ট্যাটু প্রদর্শন নিয়ে বিস্তর সমালোচনা হয়। কিন্তু, রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন শেফালি। এরপর রূপোলি দুনিয়ার অন্তরালে চলে যান কাঁটা লাগা গার্ল। অবশেষে রথযাত্রার দিনই সব শেষ! শুক্রবার আচমকা মৃত্যুর কোলে ঢলে পড়েন 'কাঁটা লাগা' খ্যাত শেফালি জারিওয়ালা। একাধিক মিডিয়া রিপোর্ট মোতাবেক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন অভিনেত্রী। তবে এখনও পর্যন্ত চিকিৎসক ও পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি।
শনিবার সকালেই শেফালির অন্ধেরির গোল্ডেন রেস ওয়াই আবাসনে পৌঁছেছে ফরেন্সিক টিম। সেখান থেকে কুপার হাসপাতালে গিয়েছেন টিমের সদস্যরা যেখানে শেফালির মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। সংবাদসংস্থা পিটিআই-এর অফিসিয়াল পেজে শেয়ার করা হয়েছে আবাসনের বাইরে ফরেন্সিক টিমের সেই ভিডিও। পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, শেফালিকে রাত সোয়া এগারোটা নাগাদ হাসপাতালে নিয়ে যান তাঁর স্বামী। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন 'আজ তোমার কথা...', মৃত্যুর আগে প্রাক্তন প্রেমিক সিদ্ধার্থকে নিয়ে আবেগপ্রবণ 'কাঁটা লাগা' গার্ল
আবাসনের নিরাপত্তারক্ষীর বক্তব্য
কাঁটা লাগা গার্ল শেফালি জারিওয়ালার আবাসনের নিরাপত্তারক্ষী শত্রুঘ্ন NDTV-কে জানিয়েছেন, রাত সাড়ে দশটা নাগাদ তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার ঠিক এক ঘণ্টা আগেই শেফালির স্বামী পরাগ ত্যাগী মোটর সাইকেলে চেপে বাড়ি ফেরেন। আবাসনের নিরাপত্তারক্ষী আরও জানান, প্রয়াগ ত্যাগীকে তিনিই গেট খুলে দেন। বৃহস্পতিবার সন্ধ্যায় শেফালি ও প্রয়াগ তাঁদের পোষ্য সিম্বাকে নিয়ে সোসাইটির ক্যাম্পাসে ঘুরছিলেন।
VIDEO | Mumai: Big Boss 13 fame and actor Shefali Jariwala passes away at the age of 42. Visuals from outside her residence in Lokhandwala, Andheri.
— Press Trust of India (@PTI_News) June 28, 2025
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/nNoIrvmfhl
অন্যদিকে হাসপাতাল থেকে বেরনোর পর গাড়ির ভিতর শেফালির স্বামীকে লেন্সবন্দি করেন সেলেব পাপারাজ্জিরা। স্ত্রী-র বিয়োগে শোকাচ্ছন্ন অভিনেত্রীর স্বামী। একহাত দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন। তাঁকে দেখে খুবই বিধ্বস্ত মনে হয়েছে সেখানে উপস্থিত প্রত্যেকের। পরে অবশ্য পোষ্যকে নিয়ে সোসাইটির ভিতর দেখা যায় প্রয়াগ ত্যাগীকে। সঙ্গে ছিল শেফালির একটি ফটো ফ্রেম। কুপার হাসপাতালে পৌঁছে করজোড়ে সেলেব পাপারাজ্জিদের অনুরোধ করেছেন, এই কঠিন সময়ে যেন তাঁর পরিবারকে একটু একা থাকতে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়া মারফর একই আর্জি জানিয়েছেন বাঙালি অভিনেত্রী মুনমুন দত্ত।
আরও পড়ুন হৃদরোগই কেড়ে নিল প্রাণ! মৃত্যুর তিন দিন আগে 'কাঁটা লাগা' গার্লের পোস্ট ভাইরাল
তারক মেহতা কা উলটা চশমা খ্যাত ববিতা লিখছেন, 'এই মৃত্যুটা মেনে নেওয়া খুবই কষ্টকর। আমি এখনও বিশ্বাস করতে পারছি না। কোনওদিন ভাবিনি ইন্ডাস্ট্রির এমন একজন সুন্দরী, প্রতিভাবান, ইয়ং সতীর্থকে নিয়ে এমন পোস্ট লিখতে হবে। আমি বুঝতে পারছি না কী লিখব। তবে এই কঠিন সময় ওঁর পরিবারের গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করছি।' দ্য সিনে অ্যন্ড টবি আর্টিস্টস অ্যাসোসিয়েশনের তরফে শেফালিকে শ্রদ্ধা জানানো হয়েছে। টেলি অভিনেতা অর্জুন বিজলানি ইনস্টা স্টোরিতে ছবি পোস্ট করে শোকজ্ঞাপন করেছেন। বিগ বস প্রতিযোগী উমরাও রিয়াজও শেফালির আকস্মিক মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন।