/indian-express-bangla/media/media_files/2025/06/28/shefali-2025-06-28-10-22-21.jpg)
প্রাক্তন প্রেমিককে নিয়ে আবেগপ্রবণ শেফালি
shefali Jariwala-Sidharth Shukla: নয়ের দশকের শেষ আর ২০০০-সালের শুরু, ঠিক সেই সময় কাঁটা লাগা গানে ঝড় তোলেন শেফালি জরিওয়ালা। বেশ কিছু টেলিভিশন শো ও সিনেমায় কাজ করেছেন। তবে কাঁটা লাগা গার্ল হিসেবেই সকলের কাছে জনপ্রিয় শেফালি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবসময় ভক্তদের কাছাকাছি থাকতেন। কিন্তু, মাত্র ৪২-এ সব শেষ! শুক্রবার রাতে আন্ধেরিতে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শেফালি। অভিনেত্রীর স্বামী তাঁকে বেলভিউ মিউনিসিপল হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। শেফালির আকস্মিক মৃত্যুর খবরে শোকের ছায়া টিনসেল টাউনে। ভক্ত থেকে সতীর্থ কেউই যেন তাঁর মৃত্যুকে মেনে নিতে পারছেন না। অভিনেত্রীর মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর এক্স হ্যান্ডেলের শেষ পোস্ট। প্রাক্তন প্রেমিক সিদ্ধার্থ শুক্লাকে নিয়ে একটি পোস্ট শেয়ার করেছিলেন শেফালি।
সিদ্ধার্থকে নিয়ে কী লিখেছিলেন প্রাক্তন প্রেমিকা? কয়েক মাস আগে প্রয়াত বিগ বস প্রতিযোগী সিদ্ধার্থকে জড়িয়ে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, 'বন্ধু আজ তোমার কথা খুব মনে পড়ছে।' ২০২৪-এর ২ সেপ্টেম্বর পোস্টটি এক্স হ্যান্ডেলে শেয়ার করেছিলেন কাঁটা লাগা গার্ল। সেই দিন ছিল সিদ্ধার্থের মৃত্যুবার্ষিকী। মাত্র ৪০ বছরে হৃদরোগ কেড়ে নিয়েছিল তরুণ তুর্কি সিদ্ধার্থ শুক্লার প্রাণ। উল্লেখযোগ্যভাবে বিগ বস ১৩-এর আরও এক প্রতিযোগী শেফালি জরিওয়ালাও মাত্র ৪২-এ না ফেরার দেশে পাড়ি দিলেন। দীর্ঘ ১৫ বছর আগে সিদ্ধার্থের সঙ্গে সম্পর্কে ছিলেন শেফালি। টেলিভিশনে কাজ করার সময় পরস্পরের কাছাকাছি আসেন। তবে সেই সম্পর্কের স্থায়িত্ব খুব বেশি দিন ছিল না।
Thinking of you today mere dost @sidharth_shukla ❤️ pic.twitter.com/sZNv6Ft1hG
— Shefali Jariwala (@shefalijariwala) September 2, 2024
২০২০ সালে বলিউডলাইফকে দেওয়া এক সাক্ষাৎকারে শেফালি বলেছিলেন, 'আমরা দুজনেই খুব লজিক্যাল। আমাদের দুজনের ভাললাগার বিষয়গুলো একই ছিল। আমরা ঘুরতে যাওয়া, বুলেট ট্রেন সহ আরও বেশ কিছু বিষয়ে আলোচনা করতাম। আমাদের সম্পর্ক ভেঙে যাওয়ার পরও যখনই দেখা হত সৌজন্যমূলক ব্যবহার করতাম। যথেষ্ট আন্তরিকতা ছিল।'
আরও পড়ুন ৪২- এ চিরঘুমে, আকস্মিক মৃত্যু 'Kaanta Laga' গার্ল শেফালির! শোকের ছায়া বলিউডে
প্রসঙ্গত, কাঁটা লাগা গার্লের মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তবে একাধিক মিডিয়া রিপোর্ট মোতাবেক, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন শেফালি। সংবাদসংস্থা ANI-কে মুম্বই পুলিোশ জানিয়েছে, 'আন্ধেরিতে ওঁর বাড়ি থেকেই মৃতদেহ উদ্ধার হয়েছে। রাত একটা নাগাদ খবর পেয়ে আমরা সেখানে গিয়েছি। ওঁর মরদেহ ময়নাতদন্তের জন্য আমরা কুপার হাসপাতালে পাঠিয়েছি। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।'