Advertisment

Nusrat Jahan: 'বেঁচে আছি-শ্বাস নিচ্ছি...', জন্মদিনে বিশেষ উপলব্ধি নুসরতের

Nusrat Jahan Photo: জন্মদিনের পরদিন সোশ্যাল মিডিয়ায় জীবনের উপলব্ধি শেয়ার করলেন নুসরত। বেশ কয়েকটি ছবি পোস্ট করে কী লিখলেন অভিনেত্রী?

author-image
Kasturi Kundu
New Update
জন্মদিনে বিশেষ উপলব্ধি নুসরতের

জন্মদিনে বিশেষ কী উপলব্ধি নুসরতের?

Nusrat Social Media Post: ৮ জানুয়ারি ছিল নুসরত জাহানের জন্মদিন। জন্মদিন শুভেচ্ছা জানাতেই এসেছিল 'ধন্যবাদ' লেখা মেসেজ। টলিপাড়ার অভিনেত্রী ঠিক এমনই। সকলের সঙ্গে হাসি মুখে কথা বলেন আর ট্রোলকে ফু দিয়ে উড়িয়ে দেন। জন্মদিনে নুসরতকে ভালবাসা-শুভেচ্ছায় ভরিয়েছেন ভক্তরা। পার্টনার যশও সোহাগী পোস্টে নুসরতকে জন্মদিনে আদরে ভরিয়ে দিয়েছেন।

Advertisment

জীবনের এই বিশেষ দিনটি একান্তে যশের সঙ্গে কাটিয়েছেন অভিনেত্রী নুসরত জাহান। সোশ্যাল মিডিয়ায় যেমন আনন্দের মুহূর্তগুলো ভাগ করে নেন তেমনই জন্মদিনের রঙিন মুহূর্তগুলো পোস্ট করেছেন নুসরত। বুধবার অর্থাৎ জন্মদিনের দিন বেশি কিছু শেয়ার না করলেও বৃহস্পতিবার একগুচ্ছ ছবি পোস্ট করে জন্মদিনের অনুভূতিটা শেয়ার করলেন অভিনেত্রী।

Advertisment

নুসরত লিখেছেন, 'একরাশ কৃতজ্ঞতা নিয়ে সকালে ঘুম থেকে উঠলাম। আমার নিজেকে ধন্য বলে মনে হচ্ছে যে বেঁচে আছি, শ্বাস নিতে পারছি। এটাই তো জীবনের অনেক বড় প্রাপ্তি। আমাকে জন্মদিনে যাঁরা শুভেচ্ছা-ভালবাসা পাঠিয়েছেন তাঁদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। সকলের ভালবাসা-প্রার্থনা আমার জন্মদিনকে আরও স্পেশ্যাল করে তুলেছে।' সাদার উপর নীল স্ট্রাইপের ডিজাইনিং পোশাকের সঙ্গে হালকা প্রসাধনী আর চোখে সানগ্লাসে নুসরতের স্নিগ্ধ লুকে মুগ্ধ ভক্তরা। বিভিন্ন আঙ্গিকে পোজ দিয়ে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। 

৮ জানুয়ারি অর্থাৎ জন্মদিনের দিন, পশ্চিমী পোশাকেও নুসরতের দিক থেকে যেন চোখ ফেরানো যাচ্ছিল না। ক্যামেরার সামনে মিষ্টি করে পোজ দিয়ে ছবি তুলেছেন যশ ঘরণী। ইন্ডাস্ট্রির সহকর্মী স্বস্তিকা দত্ত, দেবলীনা কুমার সেই ছবিতে নুসরতকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। অন্যদিকে নিজের প্রোফাইলে যশও বেশ কিছু ছবি শেয়ার করেছেন। যশের পরনে লাল-সাদা কম্বিনেশনের টি-শার্ট। আর সামনে হরেক রকমের খাবার। নানা পোজে ক্যামেরায় কেত অভিনেতার! ক্যাপশনে লিখেছেন, জীবনটাকে উপভোগ করছি। 

যশ-নুসরত তাঁর আগামী ছবি আড়ি-র শ্যুটিং শুরু করেছেন। এই ছবিতে রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। মা-ছেলের গল্প বলবে আড়ি। ছবির শ্যুটিং শুরুর আগে তিরুপতি মন্দিরে ভগবানের আশীর্বাদ নিয়ে এসেছেন। সোশ্যাল মিডিয়ায় তিরুপতি মন্দির থেকে সেই ছবি পোস্ট করেছিলেন তারকা দম্পতি। সিঁথিতে সিঁদুর, কপালে লাল টিপ আর হাতে লাল চুড়ি-এমন সাজেই নজর কেড়েছিলেন নুসরত। 

Nusrat Jahan Bengali Actress Bengali Actor Yash Dasgupta Yash-Nusrat Bengali Film Industry Bengali Cinema Bengali Film
Advertisment