Hrithik Roshan: রোশন নয়, হৃতিকের আসল পদবি কী জানেন? তাঁর ডাক নামের নেপথ্যেও রয়েছে অজানা গল্প...

Hrithik Roshan News: অভিনেতা যাকে গ্রীক গড হিসেবে সারা বিশ্ব চেনেন। আজ ৫১ বছরে পা দিয়েছেন। যদিও না কোনও অ্যাঙ্গেলে দেখলে বোঝা সম্ভব না যে তিনি ৫১ বছরের পুরুষ। বরং ধীরে ধীরে তিনি আরও যেন সুপুরুষ হয়ে উঠছেন।

Hrithik Roshan News: অভিনেতা যাকে গ্রীক গড হিসেবে সারা বিশ্ব চেনেন। আজ ৫১ বছরে পা দিয়েছেন। যদিও না কোনও অ্যাঙ্গেলে দেখলে বোঝা সম্ভব না যে তিনি ৫১ বছরের পুরুষ। বরং ধীরে ধীরে তিনি আরও যেন সুপুরুষ হয়ে উঠছেন।

author-image
Anurupa Chakraborty
New Update
hrithik roshan birthday- news

হৃতিকের নামের সঙ্গে যে পদবী, সেটি তাঁর আসল নয়? Photograph: (Instagram)

Hrithik Roshan Birthday: আজ অভিনেতা হৃতিক রোশনের জন্মদিন। তাঁকে নিয়ে সবসময় আলোচনা হয়েই থাকে। শুধু তাই নয়, অভিনেতা নিজের কাজের সঙ্গে সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও চর্চায় থাকেন। কারণ, বহুবছর সুজন খানের সঙ্গে দাম্পত্যের পর তিনি এই সম্পর্কে ইতি টেনেছেন এমনকি, এখন তিনি সাবা খানের সঙ্গে প্রেম করছেন।

Advertisment

অভিনেতা যাকে গ্রীক গড হিসেবে সারা বিশ্ব চেনেন। আজ ৫১ বছরে পা দিয়েছেন। যদিও না কোনও অ্যাঙ্গেলে দেখলে বোঝা সম্ভব না যে তিনি ৫১ বছরের পুরুষ। বরং ধীরে ধীরে তিনি আরও যেন সুপুরুষ হয়ে উঠছেন। কিন্তু হৃতিকের নামের সঙ্গে যে রোশন পদবিটা রয়েছে, এটি কিন্তু তাঁর আসল পদবি না। বরং, তাঁর নিজের আসল পদবি কিছু অন্যই। তাহলে রোশন কোথা থেকে এল? অভিনেতা রাকেশ রোশনের ( Rakesh Roshan ) পুত্র কিন্তু পদবি তাঁরা অন্যত্র গ্রহণ করেছেন।

আরও  পড়ুন  -   Rafiath Rashid Mithila: সমুদ্র সৈকতে রোমান্সে ব্যস্ত তাহসান, মিথিলার জীবনে এবার 'কোরিয়ান' প্রেম?

সূত্র বলছে, তাঁর আসল নাম হৃতিক রাকেশ নাগারাথ ( Hrithik Rakesh Nagrath )। তাঁর ঠাকুরদাদা রোশন যিনি মিউজিক ডিরেক্টর ছিলেন, তাঁর তরফেই এটি পেয়েছেন হৃতিক। এখানেই শেষ না। এমনকি তাঁর ডাক নাম নিয়েও বেশ গল্প রয়েছে। যারা তাঁকে চেনেন, তাঁদের অনেককেই জানেন যে, দুগ্গু তাঁর ডাক নাম। বলিপাড়ায় তারকাদের ডাক নাম বেজায় জনপ্রিয়। সেরকম হৃতিক রোশন ও তাঁর ডাক নামে খুব জনপ্রিয়। কিন্তু এর পেছনেও একটা গল্প আছে।

Advertisment

অভিনেতার এই ডাক নাম কী রেখেছিলেন জানা আছে? জানা যায় তাঁর ঠাকুমা তাঁর এই নাম রেখেছিলেন। তাঁর বাবার সঙ্গে গভীরভাবে যোগ আছে আরও নামের। রাকেশ রোশনের নাম গুড্ডু। তাই, তাঁর মা এবং হৃতিকের ঠাকুমা চেয়েছিলেন, যেন বাবা এবং ছেলের মধ্যে নামের একটা মিল থাকে। সেকথা মাথায় রেখেই তিনি হৃতিকের নাম রেখেছিলেন দুগ্গু। ভালবেসে তিনি মাঝে মধ্যে দুজনকে নাকি একসঙ্গেও দুগ্গু গুড্ডু বলে ডাকতেন।

উল্লেখ্য, বর্তমানে তিনি ব্যস্ত ওয়ার ২ এর কাজে। এবং কৃশ ৪ ছবির শুটিং ও শুরু হবে হবে করছে। এবং সেটাই যে রাকেশের শেষ ছবি হবে পরিচালক হিসেবে সেকথাও জানিয়েছিলেন তিনি। হৃতিককে শেষ দেখা গিয়েছিল ফাইটার ছবিতে। যেটি ২০২৪ সালে রিলিজ করে।

bollywood Hrithik Roshan bollywood actress Bollywood Actor