Advertisment
Presenting Partner
Desktop GIF

Rafiath Rashid Mithila: সমুদ্র সৈকতে রোমান্সে ব্যস্ত তাহসান, মিথিলার জীবনে এবার 'কোরিয়ান' প্রেম?

Mithila Shared a good News: তাহসান বিয়ে করতেই ফের একবার আলোচনা এবং সমালোচনা। তবে, মিথিলার এসব সময় নেই। বরং তিনি বেজায় ব্যস্ত নিজের কাজ করতে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
tahsan khan-mithila rahid

তাহসানের বিয়ের পরেই সুখবর দিলেন মিথিলা Photograph: (Instagram)

Mithila Shared A Good News: সদ্যই বিয়ে করেছেন তাহসান। আর তাঁকে নিয়ে আলোচনার শেষ নেই। বাংলাদেশের অভিনেতা নিজের থেকে প্রায় অনেক ছোট বয়সের একজনকে বিয়ে করায় কটাক্ষের শিকার পর্যন্ত হয়েছেন। কিন্তু তাতে কী? অভিনেতা নিজের আনন্দে মত্ত। বউকে নিয়ে হানিমুনে গিয়েছেন তিনি।

Advertisment

বেশ কিছুবছর একা ছিলেন। মেয়েকে নিয়েও সময় কাটাচ্ছিলেন দীর্ঘদিন ধরে। কিন্তু না, এখন তিনি পুনির্বিবাহিত। বউ রোজাকে ( Roza Ahmed ) নিয়ে তিনি ব্যস্ত। শুধু তাই নয়, তাঁকে এই নিয়ে নানা কথা শুনতে হয়েছে। তাঁর থেকেও বেশি প্রসঙ্গ উঠেছে মিথিলার। অভিনেত্রীর সঙ্গে বিচ্ছেদের পর তাঁরা মেয়ের খাতিরে বন্ধুত্ব বজায় রেখেছিলেন। একসঙ্গে কাজ করেছিলেন। এমনকি মিথিলা ( Rafiath Rashid Mithila ) ডিভোর্সের কিছুদিনের মধ্যেই বিয়ে করেছিলেন সৃজিতকে।

তবে, এবার তাহসান ( Tahsan Khan ) বিয়ে করতেই ফের একবার আলোচনা এবং সমালোচনা। তবে, মিথিলার এসব সময় নেই। বরং তিনি বেজায় ব্যস্ত নিজের কাজ করতে। এবং তাঁর জীবনে সুখের হাওয়া বইছে। কারণ, তিনি নতুন কাজ শুরু করতে চলেছেন। জীবনের এই পর্যায়ে এসে আন্তর্জাতিক স্তরে নিজেকে প্রতিষ্ঠা করার আরও একটি সুযোগ পেলেন অভিনেত্রী। তাই বিদেশ থেকেই সুখবর জানিয়েছেন। তিনি, বলেন...

আরও পড়ুন  -   Tahsan Khan: বিয়ে করছেন মিথিলার প্রাক্তন বাংলাদেশের তাহসান? পাত্রীটি কে?

Advertisment

জনপ্রিয় কোরিয়ান ড্রামায় এবার শোনা যাবে তাঁর গলা। কোরিয়ান ড্রামার জনপ্রিয়তা অনেকেই জানেন। ডিসেনডেন্টস অফ দ্যা সান সিরিজের বাংলা ডাবিং করবেন মিথিলা। আর এই কারণেই বেজায় উত্তেজিত তিনি। তাঁর সঙ্গে সঙ্গে বিদেশ থেকেই অভিনেত্রী জানালেন মনের কথা। তিনি বলছেন....

আমি এর আগে নিজের চরিত্রের জন্য ডাবিং করেছি। কাজটা করতে বেশ মজা হয়। কিন্তু, কখনও অন্য কারওর জন্য ডাবিং করিনি। আর কোরিয়ান ড্রামা তো নয়ই। ফলে, কাজটা করতে যে আনন্দ হবে একথা আমি অকপটে বলতে পারি। ভয়েস আর্টিস্টের কাজ নেহাতই সহজ না। কারণ, শুধু সংলাপ বললেই হয় না। ঠিকঠাক অভিনয় করতে হয়, লিপ মেলাতে হয়। দেখা যাক, হলিউডের অনেকেই তো এই কাজ করে সফলতা পেয়েছেন।

উল্লেখ্য, অভিনেত্রী যদিও বা প্রাক্তন তাহসানের বিয়ে নিয়ে কোনও মন্তব্য করেননি। তবে, তাহসান যে সুন্দরী বউ পেয়ে জিতে গিয়েছেন, এই নিয়েই শোরগোল সমাজ মাধ্যমে।

Bangladeshi actress Rafiath Rashid Mithila Tahsan Khan Bangladesh
Advertisment