অনেকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল যে হৃতিক রোশন (Hrithik Roshan) এবং দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন। তবে কোন পরিচালক কিংবা কোন প্রযোজনা সংস্থার ব্যানারে এই জমকালো জুটি ধরা দিতে চলেছেন সিনেপর্দায়, তা এযাবৎকাল অধরাই ছিল। তবে সদ্য পরিচালক সিদ্ধার্থ আনন্দ হৃতিক-দীপিকা জুটিকে নিয়ে নয়া সিনেমার ঘোষণা করেছেন। ছবির নাম- 'ফাইটার'। ভারতীয় সেনাজওয়ানদের বীরত্ব এবং দেশের স্বার্থে তাঁদের আত্মত্যাগকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েই সিনেমার গল্প লেখা হয়েছে।
Advertisment
সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand) এইমুহূর্তে শাহরুখ খান অভিনীত 'পাঠান' ছবির পরিচালনায় ব্যস্ত। তার মাঝেই বলিউডের এই বিগ বাজেট প্রজেক্টের ঘোষণা করে ফেললেন হৃতিক-দীপিকাকে নিয়ে। 'পাঠান'-এর কাজ শেষ হলে তারপরই 'ফাইটার' সিনেমার কাজ নিয়ে কোমর বেঁধে ময়দানে নামবেন তিনি। তবে পরিচালক সিদ্ধার্থ এবার প্রযোজকের আসনে। উল্লেখ্য, এই ছবির হাত ধরেই প্রযোজক হিসেবে ইন্ডাস্ট্রিতে শিকে ছিঁড়ছেন তিনি। তবে সিদ্ধার্থের পাশাপাশি যৌথভাবে প্রযোজনা করবে ভায়াকম এইটিন স্টুডিওজ, মমতা আনন্দ, রামোন শিব এবং অঙ্কু পাণ্ডে।
বড়পর্দায় হৃতিক-দীপিকা জুটি যখন, তখন সেই ছবিকে ঘিরে আলাদা কৌতূহল থাকবে, সেটাই স্বাভাবিক। তবে হৃতিক-দীপিকা জুটিতেই চমক শেষ নয়। ভারতের প্রথম অ্যারিয়াল অ্যাকশন ড্রামা (Aerial Action Drama) হতে চলেছে 'ফাইটার'। বিশ্বের বিভিন্ন লোকেশনে শ্যুটিং হবে। শুধু তাই নয়, আন্তর্জাতিক সিনেদর্শকদের কথা মাথায় রেখে উন্নত প্রযুক্তিও ব্যবহার করা হবে শ্যুটিংয়ে। উল্লেখ্য, শনিবার পরিচালক-প্রযোজক এবং দীপিকার সঙ্গে একটি ছবি শেয়ার করে 'ফাইটার' সিনেমার খবরে শিলমোহর বসিয়েছেন হৃতিক রোশন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন