Advertisment
Presenting Partner
Desktop GIF

'শয়তানের নজরে পড়েছ! ঈশ্বর তোমার পরীক্ষা নিচ্ছেন', শাহরুখ-পুত্র আরিয়ানকে চিঠি হৃত্বিকের

শাহরুখ-পুত্রর মনোবল বাড়াতে খোলা চিঠি লিখলেন হৃতিক রোশন।

author-image
IE Bangla Web Desk
New Update
Hrithik Roshan, bollywood, Aryan Khan, Aryan Khan arrested, Shah Rukh Khan, হৃতিক রোশন, আরিয়ান খান, আরিয়ানকে চিঠি হৃতিকের, bengali news today

শাহরুখ-পুত্র আরিয়ানকে পাঠ হৃত্বিকের

চোখের সামনে আরিয়ান খানকে (Aryan Khan) বড় হতে দেখেছেন। আর আজ যখন সেই পুত্রসম মানুষটি কঠিন সময়ে, নিজেকে ধরে রাখতে পারলেন না হৃতিক রোশন (Hrithik Roshan)। শাহরুখ-পুত্রর মনোবল বাড়াতে তাঁর উদ্দেশে এক খোলা চিঠি লিখে ফেললেন প্রকাশ্যে। বললেন, "ঈশ্বর তোমার পরীক্ষা নিচ্ছেন। জীবনের এই কঠিন সময়ে তোমাকে বুঝতে হবে কোনটা ঠিক আর কোনটা ভুল?"

Advertisment

গত পাঁচ দিন ধরেই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হেফাজতে আরিয়ান খান। মাদককাণ্ডে শাহরুখ-পুত্রের গ্রেফতারিতে উদ্বিগ্ন গোটা বলিউড। সোশ্যাল মিডিয়াতেও শোরগোল। নেটদুনিয়ার নীতিপুলিশদের একাংশ যখন স্টার-কিডের বিলাসবহুল জীবনযাত্রা থেকে শুরু করে শাহরুখ-গৌরীর (Shah Rukh Khan, Gauri Khan) শিক্ষা-রুচি নিয়ে প্রশ্ন তুলেছেন, তো এক পক্ষ আবার বলিউড বাদশার সমর্থনে মুখ খুলেছেন। ইন্ডাস্ট্রির তাবড় তারকারাও কিং খানকে সহমর্মিতা জানিয়ে টুইট করছেন। এবার সেই প্রেক্ষিতেই মুখ খুললেন বলিউড সুপারস্টার হৃতিক রোশন।

<আরও পড়ুন: বাড়ি ভাড়া দিয়েছেন! রসিকতার সঙ্গেই পাল্টা জবাব সইফের>

আরিয়ানের ছবি পোস্ট করে হৃতিক লিখেছেন, "জীবনটা একটা অদ্ভূত যাত্রা প্রিয় আরিয়ান। যেখানে প্রতিটা বাঁকে চড়াই-উৎরাই থাকবেই। আর এত অনিশ্চয়তায় ভরা বলেই জীবন এত মহান। তবে ঈশ্বর আসলে দয়ালু। যাঁদের মনের জোর বেশি উনি কেবল তাঁদেরই কঠিন সময়ের মধ্যে ফেলেন। তোমাকেও তাই এই কঠিন সময়ে পরীক্ষা নিচ্ছেন। রাগ, কনফিউশন, অসহয়তার মতো যাবতীয় অনুভূতিগুলো ভিতর থেকে টেনে বের করো। এই অনুভূতিগুলোর সদ্ব্যবহার করো। কোনটা নিজের মধ্যে রাখতে হবে, আর কোন অনুভূতিগুলোকে নিজের ভিতর থেকে টেনে বের করে ফেলতে হবে, সেগুলো বুঝে নাও এই সময়ে। সেই ছোট থেকে তোমাকে চিনি। বড় হতে দেখেছি। জীবনের সব অভিজ্ঞতাগুলোকে কাজে লাগাও। জীবনে সূর্যের আলোর স্পর্শ পাওয়ার জন্য অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Aryan Khan arrested bollywood Gauri Khan Hrithik Roshan Aryan khan
Advertisment