Hrithik Roshan: 'আপনারা কিচ্ছু জানেন না..', এত অল্পেই নার্ভাস হয়ে পড়লেন হৃতিক?

হৃতিক রোশন, যিনি কৃষ ফ্র্যাঞ্চাইজির আগের তিনটি সিনেমার মুখ্য ভূমিকায় ছিলেন, তার বাবা রাকেশ রোশন-ই অবশেষে তাঁকে পরিচালনার দায়িত্ব সঁপে দিয়েছেন। রাকেশ সেকথা নিজে মুখেই জানিয়েছিলেন।

হৃতিক রোশন, যিনি কৃষ ফ্র্যাঞ্চাইজির আগের তিনটি সিনেমার মুখ্য ভূমিকায় ছিলেন, তার বাবা রাকেশ রোশন-ই অবশেষে তাঁকে পরিচালনার দায়িত্ব সঁপে দিয়েছেন। রাকেশ সেকথা নিজে মুখেই জানিয়েছিলেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
hrithik roshan birthday- news

হৃতিকের এত কীসের ভয়? Photograph: (Instagram)

Hrithik Roshan-Krrish 4: হৃতিক রোশন তার ব্লকবাস্টার সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি কৃষের পরবর্তী পার্ট 'কৃষ ৪' দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। নির্মাতারা গত সপ্তাহে ঘোষণা করেছিলেন যে বরাবর এই ফ্র্যাঞ্ছাইজি রাকেশ পরিচালনা করে এসেছেন কিন্তু এবার হৃতিক নতুন দায়িত্বে কাজ শুরু করছেন। রাকেশ রোশনের ফিল্মক্রাফট প্রোডাকশনের সঙ্গে যশরাজ ফিল্মস প্রযোজনা করবে এবার। বহুল প্রতীক্ষিত এই ছবিটির শুটিং শুরু হবে আগামী বছরের শুরুতে।

Advertisment

সম্প্রতি আটলান্টায় এক ফ্যান ইভেন্টে নিজের কেরিয়ারের নতুন মাইলফলক নিয়ে মুখ খুললেন হৃতিক। হৃতিক বলেন, 'যতটুকু উৎসাহ পাওয়া যায়, তার সবটুকুই আমার দরকার। আমি কতটা নার্ভাস আপনারা জানেন না। ভক্তরা যখন হৃতিককে সমর্থন জানাতে গর্জে উঠেছিলেন, তখন তিনি আরও বলেন, "আমি আপনাদের ভালবাসা আমার সঙ্গে ফিরিয়ে নিয়ে যাচ্ছি।"

আরও পড়ুন  -   Suchitra Sen Birthday: 'সুচিত্রা সেনের চরিত্রে অভিনয়ের সুযোগ পরম সৌভ…

হৃতিক রোশন, যিনি কৃষ ফ্র্যাঞ্চাইজির আগের তিনটি সিনেমার মুখ্য ভূমিকায় ছিলেন, তার বাবা রাকেশ রোশন-ই অবশেষে তাঁকে পরিচালনার দায়িত্ব সঁপে দিয়েছেন। রাকেশ সেকথা নিজে মুখেই জানিয়েছিলেন। বহুদিন অপেক্ষা করেছিলেন দর্শক। বারবার যখন অভিনেতা কোনও ছবি রিলিজ করেছেন তখনই কৃষ নিয়ে প্রশ্ন শুনেছেন তিনি। কিন্তু, রাকেশ এবার দায়িত্ব ছেড়েই বলেছিলেন.. 

Advertisment

"আমি 'কৃষ ৪'-এর পরিচালকের ব্যাটন আমার ছেলে হৃতিক রোশনের হাতে তুলে দিচ্ছি, যে আমার সঙ্গে শুরু থেকেই এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে বেঁচে আছে। সে এই ছবি নিয়ে স্বপ্ন দেখেছে।  আমি জানি পরবর্তী সময়ে হৃতিক দর্শকদের পছন্দমতো কৃষের যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি স্পষ্ট এবং খুব উচ্চাভিলাষী দৃষ্টিভঙ্গি রেখেছে। এমন একটি সিনেমার জন্য তাকে পরিচালকের টুপি পরতে দেখে আমি চূড়ান্ত গর্বিত।"

যদিও অভিনেতা কিংবা নির্মাতারা এখনও জানানি যে ছবির নায়িকা হিসেবে কে থাকবেন। একসময় প্রিয়াঙ্কা চোপড়া, থেকে কঙ্গনা রানাউত এই ফ্রাঞ্চাইজির ছবিতে হিরোইন ছিলেন।  

bollywood Bollywood Actor Hrithik-Saba Hrithik Roshan