Salman Khan: আদৌ কি সলমন খানকে সন্ত্রাসবাদী বলেছে পাকিস্তান? জানুন আসল ঘটনা

Salman Khan: এখনও পর্যন্ত সলমন খান বা তার দলের পক্ষ থেকে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে, তার বক্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্ক শুরু হয়েছে..

Salman Khan: এখনও পর্যন্ত সলমন খান বা তার দলের পক্ষ থেকে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে, তার বক্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্ক শুরু হয়েছে..

author-image
IE Bangla Entertainment Desk
New Update
salman

কী বলছেন তিনি?

Salman Khan Controversy: বলিউড সুপারস্টার সলমন খানকে ঘিরে এবার বড় বিতর্কের ঝড় উঠেছে। জানা গেছে, পাকিস্তান সরকার তাকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে এবং ১৯৯৭ সালের সন্ত্রাসবিরোধী আইনের চতুর্থ তফসিলের আওতায় রেখেছে। এই সিদ্ধান্ত আসে রিয়াদে অনুষ্ঠিত, জয় ফোরাম ২০২৫-এ সলমনের উপস্থিতির পর। যেখানে তিনি শাহরুখ খান ও আমির খানের সঙ্গে মধ্যপ্রাচ্যে ভারতীয় সিনেমার প্রভাব নিয়ে আলোচনা করেছিলেন।

Advertisment

বিতর্কের সূত্রপাত কোথা থেকে?

ফোরামে বক্তৃতার সময় সলমন খান বলেন, "এখন যদি আপনি একটি হিন্দি ছবি বানিয়ে সৌদি আরবে মুক্তি দেন, সেটি সুপারহিট হবে। তামিল, তেলেগু বা মালয়ালি সিনেমাও শত কোটি আয় করবে, কারণ এখানে অন্যান্য দেশের অনেক মানুষ কাজ করছেন - বেলুচিস্তান, আফগানিস্তান ও পাকিস্তান থেকেও।" 

Ritwick Chakraborty: 'ছোটখাটো যুদ্ধ', পরিবারের অন্দরের কথা ফাঁস করলেন ঋত্বিক

Advertisment

এই বক্তব্যে বেলুচিস্তান ও পাকিস্তানকে আলাদাভাবে উল্লেখ করায় পাকিস্তান সরকার ক্ষুব্ধ হয়। তাদের মতে, এটি পাকিস্তানের ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে মন্তব্য। এরপরই সলমন খানের নাম সন্ত্রাসবিরোধী আইনের তফসিলভুক্ত তালিকায় যুক্ত করা হয়। এই তালিকায় থাকা ব্যক্তিদের ওপর থাকে কঠোর নজরদারি, চলাফেরার নিষেধাজ্ঞা এবং সম্ভাব্য আইনি ব্যবস্থা। 

বেলুচ নেতাদের প্রশংসা

অন্যদিকে, সলমন খানের মন্তব্যকে বেলুচ বিচ্ছিন্নতাবাদী নেতারা স্বাগত জানিয়েছেন। বেলুচ স্বাধীনতার প্রবক্তা মীর ইয়ার বালুচ বলেন, "সলমন খানের মন্তব্য ছয় কোটি বেলুচের জন্য আনন্দের। তিনি যা বলেছেন, তা নরম কূটনীতির এক অসাধারণ উদাহরণ। এতে বেলুচিস্তানকে পৃথক জাতি হিসেবে বিশ্বমঞ্চে তুলে ধরা হয়েছে, এটাই অনেক।" 

Satish Shah Death: 'আমার মরার তাড়া নেই' উপভোগ করতে চেয়েছিলেন জীবন, তাঁর আগেই চলে গেলেন সতীশ!

কিন্তু আসলেই কি তাকে সন্ত্রাসবাদী বলার ঘটনা সত্যি?

বর্তমানে ভাইরাল হওয়া বিজ্ঞপ্তিটি স্পষ্টতই জাল বলে মনে হচ্ছে, কারণ এতে একাধিক অসঙ্গতি চোখে পড়েছে। সলমন খান ১৬ ও ১৭ অক্টোবর রিয়াদে অনুষ্ঠিত, দুই দিনের অনুষ্ঠানে এই মন্তব্য করেছিলেন। কিন্তু যে চিঠিটি ভাইরাল হয়েছে, সেটির তারিখ ১৬ অক্টোবর হলেও, দাবি করা হয়েছে যে তাঁকে ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করার সুপারিশ নাকি ৭ অক্টোবরই দেওয়া হয়েছিল। অর্থাৎ, বেলুচিস্তান প্রসঙ্গে সলমনের মন্তব্য আসলে সেই কথিত ‘সরকারি সিদ্ধান্ত’-এর প্রায় ১০ দিন পরের ঘটনা।

তাছাড়া, চিঠিটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও এবং কিছু ভারতীয় সংবাদমাধ্যমে এটি প্রকাশ পেলেও, পাকিস্তানের মূলধারার কোনও সংবাদমাধ্যমে এর একটিও প্রতিবেদন পাওয়া যায়নি। আরও একটি গুরুত্বপূর্ণ অসঙ্গতি হলো—বিজ্ঞপ্তিটি একটি প্রাদেশিক সরকার থেকে ‘জারি’ করা হয়েছে বলে দাবি। অথচ সাধারণত কোনও বিদেশি নাগরিককে সন্ত্রাসী হিসেবে ঘোষণার ক্ষমতা শুধুমাত্র ফেডারেল সরকারেরই থাকে, কোনও প্রাদেশিক সরকারের নয়।

সব মিলিয়ে, এই তথাকথিত নোটিশটি প্রকৃত সরকারি নথি নয়, বরং ভুয়া প্রচারণার অংশ বলেই মনে করছেন অনেকে।

শেষ দুই সপ্তাহে বলিউডে নেমে এল নীরবতা, একের পর এক প্রিয় মুখ হারাচ্ছে ইন্ডাস্ট্রি

কী কী কাজ করছেন সলমন?

সলমন খানের হাতে এখন একাধিক বড় প্রজেক্ট রয়েছে — ‘কিক ২’ (সাজিদ নাদিয়াদওয়ালা), ‘দাবাং ৪’ (প্রভু দেবা), এবং যুদ্ধভিত্তিক সিনেমা ‘ব্যাটল অফ গালওয়ান’। এছাড়া ‘টাইগার বনাম পাঠান’ ও ‘দ্য বুল’ (বিষ্ণুবর্ধন পরিচালিত)-এও তাঁকে দেখা যাবে। এছাড়াও তিনি অ্যাটলি পরিচালিত একটি প্রজেক্টেও কাজ করছেন, যা ২০২৫ থেকে ২০২৭ সালের মধ্যে মুক্তি পেতে পারে।

Entertainment News Today salman khan