Advertisment

Ibrahim Ali Khan Injury: ইব্রাহিমের হাতে ব্যান্ডেজ! সইফের ছুরিকাঘাতের ঘটনার মাঝেই ভাইরাল নবাব পুত্রের ভিডিও

Ibrahim Ali Khan: সইফ আলি খানের ঘটনায় বান্দ্রা এলাকায় চাঞ্চল্য। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সইফ পুত্র ইব্রাহিমের চোটের ভিডিও।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
সইফের ছুরিকাঘাতের ঘটনার মাঝেই ভাইরাল নবাব পুত্রের ভিডিও

সইফের ছুরিকাঘাতের ঘটনার মাঝেই ভাইরাল ইব্রাহিমের ব্যান্ডেজ বাঁধা হাতের ভিডিও

Ibrahim Ali Khan Injury Video: বুধবার মধ্যরাতে নিজের বাড়িতেই হামলার শিকার সইফ আলি খান। এলোপাথাড়ি ছুড়ির কোপে জর্জরিত পতৌদি নবাব। বরাত জোরে প্রাণে বেঁচেছেন রূপোলি পর্দার এজেন্ট বিনোদ। ছ 'বার ছুরিকাঘাত করা হয়েছে সইফকে। শিঁরদাড়া থেকে নিঃসৃত হচ্ছিল ফ্লুইড। রক্তাক্ত অবস্থায় বাবহাকে নিয়ে লীলাবতী হাসপাতালে ছুটেছেন ইব্রাহিম আলি খান।

Advertisment

এই ঘটনা ঘিরে যখন চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে সেই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আরও একটি একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে ইব্রাহিমের ডান হাতে ব্যান্ডেজ বাঁধা। সেলেব পাপারাৎজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করতেই তা ঝড়ের গতিতে ভাইরাল। কী কারণে চোট সেই বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি।

Advertisment

আগে থেকেই হাতে ব্যথা ছিল নাকি বুধবারের ঘটনায় কোনওভাবে চোট পেয়েছেন সেই কারণ অধরা। তবে ইব্রাহিমের হাতে চোট দেখে চিন্তিত ভক্তরা। পতৌদি পরিবারের সময়টা যে মোটেই ভাল যাচ্ছে না! একদিকে সইফকে ছুরির কোপ তো অন্যদিকে ইব্রাহিমের হাতে ব্যান্ডেজ। ভিডিও-র কমেন্ট বক্সে অনেকেই লিখেছেন, ইব্রাহিমের হাতে চোট নয় ব্লাড ডোনেশন ব্যান্ড। 

প্রসঙ্গত, গ্যারাজে কোটি কোটি টাকার গাড়ি থাকা সত্ত্বেও অটো রিক্সায় সইফকে কেন হাসপাতালে নিয়ে গেলেন ইব্রাহিম? তা জানতে উৎসুক সাধারণ মানুষ। বুধবার মধ্যরাতে যখন এই ঘটনা ঘটে, তখন বাড়িতে সারি সারি দামি গাড়ি থাকলেও সইফ ( Saif Ali Khan) অটো করে যেতে বাধ্য হন। সঙ্গে ছিলেন ছেলে ইব্রাহিম। কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট কেন? 

মুম্বই পুলিশ মারফত খবর, সেইসময় বাড়িতে কোনও গাড়িচালক ছিলেন না। আর ওই পরিস্থিতিতে বড় ছেলে ইব্রাহিমেরও ( Ibrahim Ali Khan) মানসিক স্থিতি ঠিক ছিল না। তাই নিজে গাড়ি চালিয়ে সইফকে নিয়ে যাওয়ার সাহস দেখাননি। তাই মধ্যরাতে মুম্বাইয়ের রাস্তায় বেরিয়ে তিনি অটো নিয়ে আসেন।

আরও পড়ুন: শুক্রের সকালেই পুলিশের জালে সইফের আক্রমণকারী, চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ

bollywood movie Ibrahim Ali Khan saif ali khan Bollywood News Bollywood Actor Bollywood Celeb Home saif ali khan injury saif ali khan Health Updates
Advertisment