Idhika Paul Valentine week: ফেব্রুয়ারি মানেই ভালবাসার মরশুম। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় ভ্যালেন্টাইন উইক। 'রোজ ডে', 'প্রমিস ডে', 'প্রপোজ ডে', 'কিস ডে', 'চকলেট ডে'-র মতো ভালবাসা উদযাপনের জন্য বিশেষ দিন। ৮ ফেব্রুয়ারি প্রপোজ ডে অর্থাৎ মনের মানুষকে প্রেম নিবেদন করার দিন। দীর্ঘদিন মনের ভিতর প্রিয়তমার জন্য জমানো ভালবাসা বলার অপেক্ষায় থাকে কত না প্রেমিক!
হাতে একটা গোলাপ নিয়ে 'প্রপোজ ডে'-তে প্রেয়সীর কাছে হাঁটু মুড়ে মনের কথা জানানোর জন্য মনের মাঝে যেন সাইক্লোন বয়ে যায়! পর্দার 'প্রিয়তমা' বা 'কিশোরী'-কে আজকের দিনে কেউ গোলাপ নিয়ে হাঁটু মুড়ে প্রেমের প্রস্তাব দিল? হ্যাঁ, টলি অভিনেত্রী ইধিকা পালের কথাই বলছি। শাকিবের প্রিয়তমা হয়ে একটা সময় দর্শকের দরবারে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন।
কিন্তু, দেবের কিশোরী হওয়ার পর যেন নিজের পরিচয়টাই যেন বদলে গিয়েছে। ইধিকার থেকে বেশি আজ তিনি কিশোরী নামেই বেশি ফেমাস। সিনেমার প্রচারে ভক্তরা তাঁকে ভিড়ির মাঝে কিশোরী বলেই ডাক দিচ্ছে। প্রপোজ ডে-তে কেউ কি ইধিকাকে বলল 'কিশোরী, হয়ে যা হয়ে যা শুধু আমারই '।
ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে এই প্রশ্ন শুনেই ফোনের ওপারে খিলখিলিয়ে হাসি। তারপরই বলেন, 'না., কেউ তো করল না। আর মনেও হয় না করবে। যদি কেউ ভাবে প্রেম নিবেদন করবে সে হয়তো ভেবেই যাচ্ছে। কিন্তু, আমার কাছে তাঁর কোনও খোঁজ নেই।' স্কুলজীবনে কখনও ভ্যালেন্টাইন উইক পালন করার সুযোগ এসেছে?
উত্তরে ইধিকা বলেন, 'আমার তো মনেই থাকত না এইদিন গুলো। স্পেশাল ডে বলে আমার জীবনে কিছু ছিল না। বাকি দিনগুলো যেভাবে কাটত এইদিনগুলোও একইরকম ছিল। এখনও সেভাবেই কাটছে।' বাংলাদেশের অভিনেতা শাকিব খানের সঙ্গে প্রিয়তমায় জুটি বেঁধে দর্শকের মনে নিজের জায়গা বানিয়ে ফেলেছিলেন ইধিকা। এরপর দেবের সঙ্গে খাদানে অভিনয়ের পর বাকিটা তো ইতিহাস। এখন অপেক্ষা দেবের সঙ্গে আরও একটি ছবি রঘু ডাকাত এবং এপার-ওপার বাংলার ছবি বরবাদ।