জন্মদিনেও সমালোচনা পিছু ছাড়ল না। বরং, দেখা গেল গায়িকা নিজের সম্পর্কে প্রশংসাও শুনলেন কিন্তু কটাক্ষ থেকে বাঁচলেন না। কেন? কী এমন করেছেন ইমন? গায়িকা সমাজ মাধ্যমের পাতা খেয়াল করলেই দেখা যাবে।
গায়িকার আজ জন্মদিন, যথারীতি অনেক শুভেচ্ছা পাচ্ছেন। কিন্তু তাঁর মাঝে একটি পোস্ট। যেটাতে দেখা যাচ্ছে ইমন, স্টেজে গাইছেন। কিন্তু তাঁর খালি পা। ইমনের এক ভক্ত এই ছবি শেয়ার করেছেন। যাতে লেখা, আপনাকে স্যালুট ম্যাম। এবং ছবিটির ওপরে লেখা, আমি কোনোদিন কোনও সিঙ্গারকে খালি পায়ে গাইতে দেখিনি। আপনি অসাধারণ ম্যাম।
কী হয়েছে আসলে?
এখানেই শেষ না। বরং, সেই ভক্ত আরও বললেন, "কতটা সঙ্গীতকে ভালবাসলে বা সম্মান করলে এমনটা করা যায়। আপনি সেটা করে দেখিয়েছেন। আপনি প্রমাণ করে দেখিয়েছেন, সঙ্গীত আপনার ভগবান, আর স্টেজ ভগবানের মন্দির। আপনাকে প্রমাণ ম্যাম।" গায়িকার উদ্দেশ্যে এই মন্তব্য নিজের টাইমলাইনে শেয়ার করেছেন ইমন।
আরও পড়ুন - Tasnia Farin - Dev: ভারতের ভিসা মিলছে না, দেবের ছবি থেকে সরে হাঁফ ছেড়ে বাঁচলেন তাসনিয়া?
কিন্তু, এরপরই শুরু হয়েছে সমালোচনা। যে ভক্ত এই ছবি পোস্ট করেছেন তাঁর উদ্দেশ্যেই বেশিরভাগ লিখেছেন, আপনি বোধ করি লতা মঙ্গেশকরের নাম শোনেন নি। আবার কেউ বললেন, লতাজ্বি বেঁচে থাকলে হয়তো তিনি মুচকি হাসতেন। আবার কেউ বললেন, আমি যতদূর জানি অন্তত মিত্র খালি পায়ে স্টেজে ওঠেন। আবার কারওর কথায়, এরকম অনেক শিল্পী ওঠেন খালি পায়ে।
আবার কেউ কেউ ভুল ধরিয়ে বললেন, "উনি জুতো পরেই ওঠেন, অনেকবার দেখেছি। এটা হয়তো কোনও অসুবিধা হচ্ছিল তার কারণে।" যাই হোক ফের একবার লতা মঙ্গেশকরের সঙ্গে তুলনা উঠল তাঁর। আর আগেও একবার তাঁর নিজের মন্তব্যের কারণেই, শুনতে হয়েছিল কটাক্ষ। তিনি বলেছিলেন, লতা জ্বি যদি সব ধরনের গান, আইটেম সং গাইতে পারেন, তাহলে আমি কেন নয়?
উল্লেখ্য, শিল্পী এসব মন্তব্যের কোনও প্রতিক্রিয়া দেননি। আজ শুধুই তাঁর আনন্দের সময়। বর্তমানে দেখা যাচ্ছে সারেগামাপার বিচারক হিসেবে।