বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিলেন ইমন। এক তো, কলকাতায় দাঁড়িয়ে বাংলা গান কেন শুনবেন না, রাজারহাট TCS এর বুকে তাঁর বলা বক্তব্য আলোড়ন সৃষ্টি করেছিল। তারপর অবশ্য তাঁর গান অস্কারের বুকে মনোনয়ন পেতেই আরও আলোচনা শুরু হয়।
বাংলা গান অস্কারে মনোনিত হতেই আলাদাই উন্মাদনায় ভেসেছিলেন শিল্পী। জাতীয় পুরস্কার প্রাপ্ত এই শিল্পী যেন অস্কারে ভূষিত হন তেমনটাই চেয়েছিলেন সঙ্গীত প্রেমীরা এবং বাকিরাও। ইমনকে শুভেচ্ছায় ভাসিয়েছিলেন তাঁরা। শিল্পী নিজের আনন্দ ব্যাখ্যা করে জানিয়েছিলেন, ইতি মা, ৭৯টা গানের মধ্যে জায়গা পেয়েছে, এটা আলাদাই উন্মাদনা। বাংলা ছবির একটি গান যে এই দৌড়ে জায়গা পেয়েছে তাই শিল্পী যথেষ্ট আনন্দ পেয়েছিলেন।
কিন্তু, তীরে এসে যেন তরী ডুবল। ইমন আজ সকাল হতেই জানিয়ে দিলেন দুঃসংবাদ। বাংলা গানের আর এগিয়ে যাওয়া হল না। তাই তো, ইমন সমাজ মাধ্যমেই জানিয়ে দিলেন সেই খারাপ খবর। অস্কারের দৌড় থেকে ভারতীয় ছবি লাপাতা লেডিস বাদ পড়েছে। আর এবার ইমনের গানটিও রেসে আর এগোতে পারল না। শিল্পী সমাজ মাধ্যমে লিখলেন...
"ইতি মা, অস্কারের শ্রেষ্ঠ ১৫টি গানের মধ্যে জায়গা পায়নি।" প্রণাম জুরেছেন তাঁর পোস্টের শেষে। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। কিন্তু ইমনের পোস্টে তাঁর ভারাক্রান্ত মনের আন্দাজ পেয়েই তাঁর ভক্তরা এবং অনুরাগীরা তাঁর পাশে দাঁড়িয়েছেন। তাঁদের কথায়...
"সামনে আরও ভাল দিন আসছে।" আবার কেউ বলছেন, "একদম আক্ষেপ করার নেই। ভাল কিছু ঘটবেই।" আবার কেউ বলছেন, "নমিনেশন পেয়েছিল, এটাই অনেক। উচ্চতায় পৌঁছে গিয়েছে এই গান।" আবার কেউ বললেন, "তাতে কী? আমরা এখনও তোমায় নিয়ে গর্ববোধ করি।"