Advertisment
Presenting Partner
Desktop GIF

Alia Bhatt : 'খোলা জায়গায় পোশাক পরিবর্তনের সময় আলিয়াকে...', ভয়ানক অভিজ্ঞতা ভাগ পরিচালকের

Alia Bhatt Changing Cloths : শ্যুটিং সেটে ভ্যানিটি ভ্যান ছিল না। খোলা জায়গায় পোশাক পরিবর্তন করছিলেন আলিয়া। সেই সময় কী ঘটে যার জন্য কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল পরিচালককে?

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
alia bhatt

খোলা জায়গায় পোশাক পরিবর্তন করতে কোন সমস্যায় আলিয়া?

Alia Bhatt: আরজি কর কাণ্ডের পর নারী নিরাপত্তাকর বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে। গোয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালেও উঠে এল সেই বিষয়। পরিচালক ইমতিয়াজ আলি তাঁর 'হাইওয়ে' সিনেমায় মুখ্য চরিত্র আলিয়ার প্রসঙ্গ তোলেন। শ্যুটিং সেটের একটি ঘটনা শেয়ার করলেন ইমতিয়াজ। যেখানে আলিয়ার পোশাক পরিবর্তনের প্রসঙ্গ থেকে এক ক্রিউ মেম্বারকে বরখাস্ত করার বিষয়টি বললেন হাইওয়ের পরিচালক ইমতিয়াজ আলি। 

Advertisment

তিনি বলেন, 'রণদীপ আর আলিয়ার সঙ্গে আমরা শ্যুটিং করছিলাম। ওখানে কোনও ভ্যানিটি ভ্যান নেই। সালটা ছিল ২০১৩। আলিয়াকে বারবার পোশাক পরিবর্তন করে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছিল। ক্রিউ মেম্বারের একজন আলিয়ার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিলেন। সঙ্গে সঙ্গে তাঁকে বরখাস্ত করে দিই।' এই ধরনের ঘটনা একবার নয়, শ্যুটিং সেটে তিনবার ঘটেছে। তাঁর কথায়, 'সময় বদলেছে। অভিনেত্রীরা শ্যুটিং সেটে নিরাপদে থাকেন।' 

একদিকে যখন ক্রিউ মেম্বারদের জন্য অস্বস্তিতে পড়েছিলেন আলিয়া, তেমনই আবার তাঁদের সঙ্গে শ্যুটিং সেটে নিরাপদবোধও করেছেন অপর অভিনেত্রী করিনা কাপুর খান। ইমতিয়াজ করিনার প্রসঙ্গ টেনে সেই উদাহরণ দিতে গিয়ে বলেন, জব উই মেট-এর সেটে করিনা কাপুর নিজে বলেছিলেন, তিনি সেফ জোনে আছেন। 

পরিচালক বলেন, 'জব উই মেট-এর একটি সিক্যোয়েন্সের জন্য শেষ মুহূর্তে ক্যামেরাম্যান বলেন যে তাঁর আলো চাই। করিনা সেই শটের জন্য রাজিও ছিল। সেই সময় করিনা ছিল ট্রেনের কামরায় টপ বার্থে। ঘুমের মধ্যে বিরবির করতে হচ্ছিল করিনাকে। ক্রিউ মেম্বার যখন ওঁর মুখের উপর আলো ফেলছিল তখন আমি বলেছিলাম এখান থেকে নেমে আসো। কিন্তু,  করিনা ওখান থেকে নামতে চায়নি। উলটে বলে, এখন আবার কে নামবে-উঠবে।'

ইমতিয়াজের কথায়,  'করিনা নিজেকে নিরাপদ মনে করেছেন বলেই ওখান থেকে নামতে চায়নি। ওই তিনজনের সঙ্গে ও খুবই সেফ মনে করেছিল করিনা। কারণ ওই লাইটটা প্রয়োজনে ব্যবহার করা হয়েছিল। কোনো অসৎ কার্যসিদ্ধির জন্য নয়।'

আরও পড়ুন: ১৮ বছরের ফিল্মি কেরিয়ার, মূক-বধির মালায়ালি

Bollywood Couple bollywood movie Bollywood News Ranbir Kapoor-Alia Bhatt wedding Alia Bhat bollywood actress
Advertisment