scorecardresearch

‘যেন ভৌতিক কাণ্ড!’ ১০৩ টেম্পারেচর রুক্মিণীর, ‘বিনোদিনী’র গোটা টিম কাবু ধুম জ্বরে

বন্ধ ‘নটি বিনোদিনী’র শুটিং..।

Rukmini Maitra, Noti Binodini, Noti Binodini team, Ramkamal Mukherjee, Tollywood, Tollywood news, Dev Rukmini, রুক্মিণী মৈত্র, জ্বরে আক্রান্ত রুক্মিণী মৈত্র, নটি বিনোদিনী, বিনোদিনী একটি নটীর উপাখ্যান, দেব রুক্মিণী, টলিউডের খবর, বাংলা সিনেমার খবর
জ্বরে আক্রান্ত বিনোদিনী রুক্মিণী মৈত্র

যথাসময়ে শুটিং এগোচ্ছিল ঠিকভাবেই। তবে মাঝখান থেকে বাদ সাধল জ্বর। ধুম জ্বরে আক্রান্ত ‘নটি বিনোদিনী’র গোটা টিম। পরিচালক বাদে কাবু সকলেই। রুক্মিণী মৈত্রর শারীরিক পরিস্থিতি আরও সাংঘাতিক। গায়ে ১০৩ জ্বর। মাথা তুলতে পারছেন না। টিমের বাকি সকলেরও কম-বেশি তাই। ফলে বন্ধ করে দিতে হল ‘নটি বিনোদিনী’র শুটিং।

সোমবার পরিচালক রামকমল মুখোপাধ্যায় নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করেছিলেন। ‘নটি বিনোদিনী’ টিমের সকলেরই দ্রুত আরোগ্য কামনাও করেন তিনি। রামকমল লিখলেন, “‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’ টিম দ্রুত সেরে ওঠো। তোমরাই আমার যোদ্ধা। আর আমার বিশ্বাস তোমরা জলদি সুস্থ হয়ে উঠবেই। কস্টিউম, আর্ট ডিরেকশন থেকে মেকআপ-হেয়ার টিমের কলাকুশলীদের সিংহভাগই জ্বরে আক্রান্ত। খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার।”

[আরও পড়ুন: ‘ড্রাগ নিস নাকি?..’, ‘মদ্যপ’ কপিলের কাণ্ডে ভয়ঙ্কর খেপে যান শাহরুখ খান]

এপ্রসঙ্গে রুক্মিণী সংবাদমাধ্যমের কাছে জানান, গত রবিবারও শুটিং করে রাতে বাড়ি ফিরেছেন সুস্থ শরীরে। তারপর থেকেই মারাত্মক জ্বর। এমনকী টেম্পারেটার ১০৩-১০৪ অবধি উঠে যাচ্ছে। কিছুতেই কমছে না। টিমের বাকি সকলেরও একই অবস্থা। পরিচালক রামকমলের গোটা টিম, অভিনেত্রীর স্টাইলিং টিমের সকলেই জ্বরে কাবু।

রুক্মিণীর মন্তব্য, “কোভিডের সময়ও মুম্বইতে শুট করে এসেছি। কিন্তু এরকম কখনও দেখিনি। সকলেই একসঙ্গে ভাইরাল জ্বরে আক্রান্ত। কীভাবে যে হল, জানি না। একেবারে ভৌতিক কাণ্ড!”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Including rukmini maitra whole noti binodini team suffering from high fever shooting stalled