Advertisment
Presenting Partner
Desktop GIF

'ড্রাগ নিস নাকি?..', 'মদ্যপ' কপিলের কাণ্ডে ভয়ঙ্কর খেপে যান শাহরুখ খান

কেন কমেডিয়ান কপিল শর্মার ওপর চটে লাল কিং খান?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
kapil sharma, kapil sharma show, kapil sharma shah rukh khan, shah rukh khan, srk, kapil sharma depression, kapil sharma alcoholism, কপিল শর্মা, শাহরুখ খান, শাহরুখ খান কপিল শর্মা, কিং খান, মানসিক অবসাদে কপি শর্মা, বলিউডের খবর

কপিল শর্মার কাউন্সেলিং করেন শাহরুখ খান

'ড্রাগ নিস নাকি?..', কপিল শর্মাকে একবার সোজাসুজি মুখের ওপর প্রশ্ন করেন শাহরুখ খান। তিনি বলিউড সুপারস্টার। কাশ্মীর থেকে কন্যাকুমারী ছাড়িয়ে গোটা বিশ্বে তাঁর ভক্তের সংখ্যা নেহাত কম নয়। সেই তারকাকেই কিনা তুচ্ছ-তাচ্ছিল্য করেন কপিল! এরপরই কমেডিয়ানকে কড়া কয়েকটা কথা শোনান কিং খান।

Advertisment

ঠিক কী ঘটেছিল? বছর খানেক আগে কপিল শর্মার শোয়ে তখন খরা লেগেছে! লাগাতার নিন্দা-সমালোচনা। এমনকী, তাঁর আচরণ নিয়েও অভিযোগ তুলেছিলেন সহকর্মীরা। যার জেরে সঞ্চালক-অভিনেতা তখন মারাত্মক অবসাদে ভুগছিলেন। দুঃখ, মানসিক কষ্ট ভুলতে মদকেই নিত্যসঙ্গী করে ফেলেন কপিল। এতটাই খারাপ অবস্থা হল তাঁর যে, কাজ করতে বিরক্ত লাগত। কোনও কিছুতেই মন বসাতে পারতেন না কপিল। ঠিক সেই সময়েই শাহরুখ খানের সঙ্গে তাঁর এক শো করার কথা ছিল। তবে মানসিক পরিস্থিতি ঠিক না থাকায় সেই শুটিং বাতিল করে দেন তিনি। এরপরই শাহরুখ কপিলকে ডেকে নেন তাঁর কাছে।

ওই শোয়ের জন্য শাহরুখকে অগ্রীম লক্ষ লক্ষ টাকাও দিয়ে ফেলেছিলেন কপিল শর্মা। কিং খানের শিডিউলও তৈরি। তবে শেষমুহূর্তে সেই শুটিং বাতিল করে দেন কপিল শর্মা। তাঁর দিন তিনেক বাদে স্টুডিওতে দেখা হয় শাহরুখের সঙ্গে। কিং খান সেখানে অন্য একটা কাজের জন্য গিয়েছিলেন। শিল্পী হিসেবে হয়তো বুঝতে পেরেছিলেন কপিল মানসিক অবসাদে ভুগছেন। কারণ, নিজের জীবনে কিংবা ইন্ডাস্ট্রিতে বহু উত্থান-পতন দেখেছেন শাহরুখ। তাই সেদিন কপিলকে নিজের গাড়িতে ডেকে নেন কিং খান। সোজাসুজি প্রশ্ন ছোড়েন- "মাদক টানিস নাকি?"

<আরও পড়ুন: মা-ছেলে দুটোই ঠগবাজ’, ভয়ঙ্কর অভিযোগ! বনির মা পিয়ার বিরুদ্ধে আদালতে টলিউডের একাংশ>

কিং খানের প্রশ্নে কপিল বলেন, "না আমি ড্রাগ নিই না। তবে আজকাল আর কাজ করতে ভাল লাগে না।" সেকথা শুনেই গাড়ির ভিতর অনেকক্ষণ সময় নিয়ে কপিল শর্মার কাউন্সেলিং করেন শাহরুখ। তবে মানসিকভাবে কমেডিয়ান-সঞ্চালক এতটাই বিধ্বস্ত ছিলেন যে, নিজে থেকে যতদিন না উপলব্ধি করতে পেরেছিলেন, ততদিন সেরে উঠতে পারেননি।

সঞ্চালক-অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, "কেউ মদ্যপ থাকলে আত্মবিশ্বাস বেড়ে যায়। তবে ভদ্র থাকলে বাস্তবের থেকে আঘাত পেতে হয়। আমার ভুলটা ছিল আমি নিজের মন ভাল করার জন্য মদ খেতাম। স্ত্রী গিনি আমাকে ইউরোর ট্যুরে নিয়ে যায়। সেখানে গিয়েই জীবন উপভোগ করার আমেজ ফিরে পাই আবার।"

The Kapil Sharma Show SRK Birthday kapil sharma bollywood Bollywood News Entertainment News
Advertisment