শহরের বুকে বৃদ্ধ-বৃদ্ধারা নিরাপদ নয়। একের পর এক বৃদ্ধ খুন হচ্ছেন কলকাতায় কিন্তু রহস্যের কিনারা হচ্ছে না। এমনই এক হাড়হিম করা চিত্রনাট্য পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তের। এদিন প্রকাশ্যে এল ছবির টিজার। আর প্রথম ঝলকেই রহস্যের উদ্দীপনা বজায় রাখলেন ইন্দ্রদীপ।
Advertisment
বাস্তব ঘটনাকে অবলম্বন করেই চিত্রনাট্য তৈরি করেছেন পরিচালক। টিজারে খানিকটা হলেও দেখা গেল বৃদ্ধাবেশে সোহিনীর অভিনয়। সত্যিই প্রথম ঝলকে বোঝা মুশকিল। ইংলিশ অনার্স শোভারাণী মিত্রের বিয়ে হয় ডাক্তার নিশিথ বসুর সঙ্গে। তারপর অনেককাল পেরিয়ে গিয়েছে নিশিথ আর নেই, শোভার সন্তানেরাও বাইরে। বাড়িতে একাই থাকেন বৃদ্ধা।
কিন্তু হঠাৎ করেই একদিন খুন হয়ে যান তিনি। সবটার কেন্দ্রেই কি শোভারানীর বাড়ি নাকি অন্য কোনও রহস্য আছে? সেই জট অবশ্য খুলবে ছবি মুক্তির পরেই।