কাছের মানুষ হঠাৎ করেই চলে গেলে, মন ভারাক্রান্ত হওয়া খুব স্বাভাবিক। বিশেষ করে এমন একজন মানুষ যিনি দিনরাতের সব মুহূর্তকে নিজের ক্যামেরায় ধরে রাখতেন। শুধু তাই নয়, এমন একজন মানুষ, যার সঙ্গে ফ্লোরের সকলেই মজা করতেন। ভীষণ প্রিয় দাদাকে হারিয়ে শোকে আচ্ছন্ন কপিল শর্মা। ভারতের এই কমেডি কিং এর মন ভারাক্রান্ত।
কপিল শর্মা শোয়ের অবিচ্ছেদ্য অংশ ছিলেন সেই মানুষটি। কপিলের সমস্ত মজায় শরীক হতেন। আর কপিলের সেই দাদা মানুষটি নানা মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখতেন মেমোরিজের জন্য। সেই দাস দাদা আর নেই। কৃষ্ণ দাস, কপিল শর্মা শোয়ের রোগা পাতলা গড়নের মানুষটা, যার মলীন হাসি এবং নাচ দেখে দারুণ উপভোগ করতেন সকলে। সেই মানুষটাই আর নেই। কৃষ্ণ দাসের মৃত্যুতে শোকাহত কপিল শর্মা পরিবার। তাঁর প্রয়াণের খবর দিয়েছেন কপিল শর্মা নিজেই। বেশ সুন্দর সম্পর্ক ছিল তাঁর সঙ্গে।
Aishwarya Rai in Cannes: সিঁথির সিঁদুরই বলে দিল সব, ঐশ্বর্যর Cannes …
কপিল মাঝেমধ্যেই তাঁকে মজা করে বলতেন, একটা ছবি তুলে রাখুন। ২০২৩ সালে টিভিতে এই শো শেষ হয়ে যায়। কিন্তু, নেটফ্লিকসের পর্দায় শুরু হয় গ্র্যান্ড ভাবে। কপিলের টিমের তরফে জানানো হয়েছে এই খবর। এবং শেয়ার করা হয়েছে একটি ভিডিও। দলের অন্যান্য সদস্যদের মধ্যে সুগন্ধা মিশ্র এবং কিকু সারদা তাঁর প্রয়াণে শোকাহত। কী জানানো হল কপিল শর্মার টিমের তরফে।
"আজ হৃদয় খুব ভারী হয়ে আসছে... আমরা দাস দাদা কে হারিয়েছি। যে ছিল ক্যামেরার পেছনের আত্মা, যিনি দ্য কপিল শর্মা শো শুরু হওয়ার পর থেকে আমাদের সাথে অসংখ্য সুন্দর মুহূর্ত ক্যাপচার করেছেন। শুধু একজন সহযোগী ফটোগ্রাফার হিসেবেই নয়, তিনি ছিলেন পরিবারের একজন সদস্য, সবসময় হাস্যজ্জ্বল, সবসময় দয়ালু, এবং সবসময় অন্যের পাশে থেকেছেন। তাঁর উপস্থিতি আমাদের মধ্যে কেবল উষ্ণতা এবং আলো নিয়ে আসেনি, বরং প্রতিটি মুহূর্তে যেটি তিনি আমাদের সাথে ভাগ করেছেন সেগুলি গুরুত্বপূর্ন। আপনার অভাব আমরা কথায় প্রকাশ করতে পারব না, দাদা। শান্তিতে বিশ্রাম নিন। আপনার স্মৃতি, প্রতি ফ্রেম এবং প্রতিটি হৃদয়ে বেঁচে থাকবে।"