/indian-express-bangla/media/media_files/2025/11/03/su1-2025-11-03-10-29-49.jpg)
আনন্দে আত্মহারা অভিনেত্রী...
Womens' World Cup-Subhashree Ganguly: ভারতের অগ্নি-কন্যারা গতকাল জিতে দেখিয়ে দিয়েছেন যে তারা পারেন। মেয়েরা যে পিছিয়ে নেই, তারা যে ছেলেদের সমকক্ষ সেকথা সোজাসাপ্টা তাঁরা জানিয়ে দেন। হাজারো বঞ্চনা এবং নানা লাঞ্ছনা সহ্য করে, তাঁরা আজকে এই জায়গায় পৌঁছেছেন। ২০২৩ সালের ১৯ নভেম্বর যদি দুঃখের দিন হয়, তাহলে গতকাল এক চূড়ান্ত সুখের দিন।
গতকাল সারা বিশ্ব যেন নীলে নীলে ছয়লাপ। সারা দেশের পুরুষরা যেন গতকাল মেয়েদের সাফল্য দখে আহ্লাদে আটখানা। ছেলেরা যখন মেয়েদের আনন্দ দেখে কাঁদে, সেটাই যেন এক দেশের পক্ষে সবথেকে বড় জয়। মেয়েদের কাঁধে যে ভরসা রেখেছিল গোটা দেশ, সেই আনন্দই যেন অন্যরকম। তবে, গতকালের ভারত-কন্যাদের বিশ্বজয় যেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জন্য আরও আনন্দ এনে দিয়েছে।
আজ বাংলার লেডি সুপারস্টারের জন্মদিন। শুভশ্রী সবসময় খেলা দেখতে ভালবাসেন। যেখানেই যান, তাকে ফোনে খেলা দেখতে দেখা যায়। দলের হয়ে চিয়ার করেন নায়িকা। পুরুষ দল হোক অথবা মহিলা দল- দেশের আনন্দে যেন সকলেই এক হয়ে উৎসবের ন্যায় উদযাপন করেছেন। শুভশ্রী যেন সেই আনন্দে সামিল হলেন, নিজের জন্মদিনের দিন।
/indian-express-bangla/media/post_attachments/445f2bd9-a56.png)
অভিনেত্রীর জন্মদিন যে আরও স্পেশ্যাল হয়ে গেল এই জয়ের আনন্দে সেকথা সমাজ মাধ্যমে নিজেই জানালেন। আশা রেখেছিলেন দলের ওপরে। আর সেই স্বপ্ন সত্যি হতেই অভিনেত্রী সমাজ মাধ্যমে লিখলেন..."আমার জন্মদিনটা আরও স্পেশ্যাল করে দিল ভারতীয় ক্রিকেট দল।" উচ্ছ্বাস যেন থামছে না তাঁর।
Shah Rukh Khan and Tom Cruise: হলিউডে টম ক্রুজ, বলিউডে শাহরুখ! দুই তারকার অবিশ্বাস্য মিল, কোথায় জানেন?
প্রসঙ্গে, অভিনেত্রীর জন্মদিনে একের পর এক শুভেচ্ছা আসছে। গতকাল গোটা দেশ যেমন দিনের শুরুতে শাহরুখের জন্মদিন এবং কিং ছবির টিজার দিয়ে সকলকে আনন্দে মজিয়ে রেখেছিলেন, বেলা গড়াতেই রাত হতেই সেই আনন্দ পাল্টে গেল দেশ জয়ের উন্মাদনায়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us