Putul Song ITI MAA Oscar Nomination : সময় পরিবর্তনের সঙ্গে বদলাচ্ছে বাংলা ছবির ভাগ্যও। কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে দীর্ঘ কয়েক বছর পর ইন্ডিপেনডেন্ট বাংলা ছবির প্রিমিয়ার হয়েছে। নবাগতা পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের নির্দেশনায় তৈরি হয়েছে 'পুতুল', যে ছবির মাধ্যমে কানের মঞ্চে আরও একবার বাংলা ছবির জয়জয়কার। এবার অস্কারের মনোনয়ন পেল পুতুলের গান 'ইতি মা'। অস্কারের মঞ্চে হিন্দি ছবি-গানের জয় দেখে অভ্যস্ত সকলেই। কিন্তু, বাংলা গানের মনোনয়ন পেয়ে মাইলস্টোন গড়ল ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের পুতুল। প্রথম ছবি কানের মঞ্চে প্রদর্শিত, এবারে অস্কারে মনোনীত সিনেমার গান। নবাগতা পরিচালক হিসেবে এটা তাঁর কাছে বিরাট প্রাপ্তি। ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে যোগাযোগ করা হলে আবেগে ভাসলেন পরিচালক।
ইন্দিরা বলেন, 'আমি তো চুপ করে ছ'মাস বসে ছিলাম। কান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ফিরে আসার পর যেটুকু প্রমোশন হয়েছে ওখানেই শেষ। তারপর আর কিছুই করিনি। তবে মনে আমার একটা আশা ছিল যে পুতুল অস্কারের মঞ্চে প্রতিযোগীতায় ঠিক সামিল হতে পারবে। কিন্তু, যতক্ষণ না হচ্ছিল ততক্ষণ তো নিশ্চিত হতে পারছিলাম না। খবরটা পেয়েই আমি ইমন আর সায়ন ফোনে অনেকক্ষণ কথাবার্তা বললাম। খুব আনন্দের একটা খবর। ডেবিউ পরিচালক হিসেবে এটা আমার কাছে একটা বিরাট প্রাপ্তি।'
প্রযোজক সায়নের প্রতি বারবার কৃতজ্ঞতা প্রদর্শন করেছেন পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায়। তিনি ছবিটি তৈরি করলেও অর্থের সংস্থান কিন্তু সায়ন। তাই সিনেমা থেকে গান, পুতুলের সাফল্যের অন্যতম কাণ্ডারি হিসেবে সায়নকেই ধন্যবাদ জানিয়েছেন পরিচালক ইন্দিরা। তিনি যোগ করেন, 'আমার জন্য কোনও টিম মেম্বার পুরস্কৃত হবে, সম্মান পাবে সেটা অনেক আনন্দের। আর গর্বের বিষয় এটা বাংলা গান। পুতুলের জন্য সায়ন অনেক খেটেছে। ওঁর কোনও তুলনা হয়না। আর ইমন অত্যন্ত ভাল মনের একজন মানুষ। এই গানটায় ইমন ছাড়া কাউকে ভাবতে পারিনি।'
পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের সংযোজন, 'অস্কারের মঞ্চে সর্বদাই জয় হয় হিন্দি, হলিউড বা অন্য ভাষার ছবি। বাংলা সেভাবে পৌঁছতে পারে না। একজন নবাগতা পরিচালক হিসেবে আমার ছবির গান অস্কারে মনোনয়ন পেয়েছে সেই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই গানে লাইভ ইন্সট্রুমেন্ট ব্যবহার করেছি। গানটি লিখেছেন অনির্বাণ ভট্টাচার্য। পথ শিশুদের নিয়ে তৈরি এই গানটা একদম আলাদা। ওদের সঙ্গে কথা বলে, ওদের আবেগটাকে বুঝে গানটা তৈরি করা হয়েছে। আমরা প্রত্যেকে পুতুলের সাফল্যে খুশি। বাংলা ছবির জন্য আমি একটা কিছু করতে চেয়েছিলাম। এটা বাংলা ছবির জয়।'