Putul Oscar: অস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল কান জয়ী বাংলা ছবি পুতুলের গান ইতি মা। কিন্তু, অস্কারের টপ ১৫-এ জায়গা পায় নি। কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে দীর্ঘ কয়েক বছর পর ইন্ডিপেনডেন্ট বাংলা ছবির প্রিমিয়ার হয়েছে। নবাগতা পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের নির্দেশনায় তৈরি 'পুতুল' ছবির গান 'ইতি মা' অস্কারের জন্য মনোনয়নও পেয়েছিল।
কিন্তু, তীরে এসে তরী ডুবেছে! সেই নিয়ে অবশ্য দুঃখ নেই ইন্দিরার। বরং তাঁর মতে, 'আমরা তো ইতিহাস তৈরি করতে পেরেছি'। অস্কার থেকে 'ইতি মা' ছিটকে যাওয়ার পরও গর্বিত পুতুলের পরিচালক। এবার অস্কারের দৌড়ে সেরা ছবির বিভাগে মনোনয়ন পেল ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের 'পুতুল'।
আরও বলেন,'পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায় গর্বের সঙ্গে বলেন, 'অস্কার কমিটিকে আমার আন্তরিক ধন্যবাদ। আমার কাজ, আমার ডিরেকশন, আমার লেখা পছন্দ করার জন্য অসংখ্য ধন্যবাদ। বেস্ট পিকচার্স ক্যাটাগরিতে আমার ছবি প্রতিযোগীতা করছে। আরও একটি গর্বের বিষয়, অ্যাকাডেমি ওয়েবসাইটেও এখন রয়েছে'।
ইন্দিরার সংযোজন, 'প্রথমবার কোনও বাংলা সিনেমা অস্কারের মঞ্চে সেরা ছবির বিভাগে প্রতিযোগীতা করার সুযোগ পেল। আমি সকল সংবাদমাধ্যমের কাছে কৃতজ্ঞ। আমার টিমের প্রত্যেককে ধন্যবাদ। খুব কষ্ট করে ছবিটি তৈরি করেছি। নিজের পরিচালনা-প্রযোজনা সেই জন্য আরও বেশি খুশি। একজন নবাগতা পরিচালকের জন্য এটা নিঃসন্দেহে এটা বড় প্রাপ্তি'।
পরিচালক গর্বের সঙ্গে যোগ করেন, 'একটা বাংলা ছবিকে আন্তর্জাতিক স্তরে লড়াই করার জায়গায় নিয়ে যেতে পেরেছি সেটাই আমার কাছে অনেক বড় পাওনা।' প্রসঙ্গত, ইতি মা অস্কারে মনোনীত হওয়ার পর পুতুলের পরিচালক ইন্দিরা বলেছিলেন, 'অস্কারের মঞ্চে সর্বদাই জয় হয় হিন্দি, হলিউড বা অন্য ভাষার ছবি। বাংলা সেভাবে পৌঁছতে পারে না'।
আবেগে ভেসে বলেছিলেন, 'একজন নবাগতা পরিচালক হিসেবে আমার ছবির গান অস্কারে মনোনয়ন পেয়েছে সেই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সিনেমার চিত্রনাট্য থেকে গান, পথ শিশুদের নিয়ে ইন্দিরার কাজ সত্যিই অনবদ্য। পরিচালক ইন্দিরার সংযোজন, 'সিনেমার প্রিমিয়ারেই আমাকে আমাকে বলেছিলেন, পুতুলের যোগ্য সম্মান পাওয়া উচিত।'