/indian-express-bangla/media/media_files/2025/07/28/aamir3-2025-07-28-11-59-40.jpg)
কেন এলেন আমিরের বাড়িতে আইপিএস অফিসাররা?
Aamir Khan: তিনি আমির খান। তাঁকে দিয়ে সবকিছুই সম্ভব। কিছুদিন আগেই তিনি সিতারে জমিন পরের সাফল্যে আনন্দে আত্মহারা ছিলেন। এমনকি, এই ছবি রাষ্ট্রপতি ভবনে দেখানো হয়েছিল। বহুদিন পর আমিরের কোনও ছবি দেখে অনেকেই প্রশংসা করেন। বিশেষ ক্ষমতাসম্পন্ন সব বাচ্চাদের নিয়ে অনেকদিন পর আমির ছবি বানিয়েছিলেন। এবং তার মধ্যেই তিনি জানান মহাভারত নিয়ে তিনি ছবি বানাচ্ছেন। ওটাই তার ড্রিম প্রোজেক্ট।
এবং এর মাঝেই তার বাড়িতে আইপিএস অফিসারের টিম! কেন? কী জন্য? আমির খানের বাড়িতে দলে দলে ঢুকলেন আইপিএস অফিসাররা। নাকি পুলিশ ঢুকলেন সেকথা বলা মুশকিল। ২৫জন আইপিএস এর দল কেন এলেন তার বাড়িতে? তখন কি অভিনেতা বাড়িতে উপস্থিত? এর আগে যখন সত্যমেব জয়তে- সঞ্চালনা করতেন, তখন অনেক সময়ই পুলিশদের সঙ্গে ওঠাবসা করতে হত তাঁকে। কিন্তু বর্তমানে কেন?
পদস্থ পুলিশকর্তারা তার বাড়িতে কেন, এই নিয়েই আলোচনা চলছে। অনেকেই বলছেন, সম্প্রতি তিনি নাকি মেঘালয় হানিমুন মার্ডার নিয়ে কাজ করছেন। যেই ঘটনা ভারতের পুরুষ প্রজাতিকে কাঁপিয়ে দিয়েছিল, সেই ঘটনা নিয়েই ছবি বানাচ্ছেন তিনি? যখনই কোনও ঘটনা ঘটে, কথায় বলে অক্ষয় কুমার এবং আমির খান সেই কন্টেন্টের পিছনে পরে যান। এবার কি আমির তাই করলেন? জানা যাচ্ছে আমির এই নিয়ে কিছুই জানান নি।
Legendary Bengali Singer Death: চরম অর্থকষ্টে সাহায্য মুখ্যমন্ত্রীর, জীবনবসান প্রবীণ সংগীতশিল্পীর! শোকের ছায়া সংগীতমহলে
অভিনেতা কি তবে আইপিএস অফিসারদের সঙ্গে মিটিং - এ বসছেন নিজের ট্রেনিং এর জন্য? ছবির জন্য কি তবে রেইকি করছেন তিনি? সেসব গল্প অজানা। তার দলের তরফে জানানো হয়েছে কিছু? অভিনেতার টিম জানিয়েছে, তারা তার সঙ্গে বিষয়টা আলোচনার চেষ্টা করছে। তবে, লিড পাওয়া যায়নি। সত্যিই কি তাই? নাকি তারা সবটাই জানেন কিন্তু বলছেন না। সেই নিয়েই এখন ধোঁয়াশা।
আমির খান শীঘ্রই প্রধান অতিথি হিসেবে অংশ নিতে চলেছেন ২০২৫ সালের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন (IFFM)-এ, যা অনুষ্ঠিত হবে ১৪ থেকে ২৪ আগস্ট পর্যন্ত। উৎসবের ১৬তম সংস্করণে ভারতীয় চলচ্চিত্রে তার অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ একটি বিশেষ প্রদর্শনী আয়োজন করা হবে। এই প্রদর্শনীর সমাপ্তি ঘটবে তার সাম্প্রতিক চলচ্চিত্র 'সিতারে জমিন পার'-এর উপর একটি বিশেষ স্পটলাইট উপস্থাপনার মাধ্যমে।