Legendary Bengali Singer Death: চরম অর্থকষ্টে সাহায্য মুখ্যমন্ত্রীর, জীবনবসান প্রবীণ সংগীতশিল্পীর! শোকের ছায়া সংগীতমহলে

Suprakash Chaki Death: জীবন-মৃত্যুর লড়াইয়ে হেরে গেলেন কিংবদন্তী শিল্পী সুপ্রকাশ চাকী। শোকস্তব্ধ বাংলা সংগীতজগৎ। সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ শিল্পী মনোময় ভট্টাচার্যের।

Suprakash Chaki Death: জীবন-মৃত্যুর লড়াইয়ে হেরে গেলেন কিংবদন্তী শিল্পী সুপ্রকাশ চাকী। শোকস্তব্ধ বাংলা সংগীতজগৎ। সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ শিল্পী মনোময় ভট্টাচার্যের।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

প্রয়াত কিংবদন্তী সংগীতশিল্পী

Suprakash Chaki Died: সংগীতজগৎ-এ নক্ষত্রপতন। ২৭ জুলাই জীবনাবসান কিংবদন্তী সংগীতশিল্পী সুপ্রকাশ চাকীর। বেশ কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত শারীরিক সমস্যায় ভুগছিলেন প্রবীন শিল্পী। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সুপ্রকাশ চাকী। অবশেষে জীবন-মৃত্যুর লড়াইয়ে হেরে গেলেন কিংবদন্তী শিল্পী। তাঁর প্রয়াণের খবরে গভীরভাবে শোকস্তব্ধ বাংলা সংগীতজগৎ।

Advertisment

আরও পড়ুন মাত্র ৪৪-এ থামল সুরেলা সফর, ক্যানসার কেড়ে নিল জনপ্রিয় সংগীতশিল্পীর প্রাণ

স্বনামধন্য সংগীতশিল্পী সুপ্রকাশ চাকীর মৃত্যুতে মনোময় ভট্টাচার্য ফেসবুক পোস্টে প্রণাম জানিয়ে লিখেছেন, 'চলে গেলেন সুপ্রকাশ চাকী নিঃশব্দে!শিল্পীদের শেষটা বোধহয় এরকমই হয়। প্রণাম।' লেখার শেষে একটি করজোড়ের ইমোজি। মন্তব্য বক্সে সুপ্রকাশ চাকীর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন সাধারণ মানুষ। 

Advertisment

আরও পড়ুন  'দেখতে দেখতে আজ...', শেফালির মৃত্যুর মাসপূর্তিতে আবেগপ্রবণ পোস্টে শ্রদ্ধাঞ্জলি পরাগ ও পোষ্যর

প্রসঙ্গত, গতবছর অর্থাৎ ২০২৪- এ সংগীতশিল্পী সুপ্রকাশ চাকীর অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছিলেন তাঁর সহশিল্পীরা। তাঁর অসুস্থতার খবর পৌঁছেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও। তিনি অসুস্থ শিল্পীর চিকিৎসার জন্য  সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, স্থানীয় চেয়ারম্যান পল্লব কুমার দাস স্থানীয় বিধায়ক লাভলি মৈত্র সুপ্রকাশবাবুর বাড়িতে গিয়ে দেখা করেছিলেন।

আরও পড়ুন'মায়ের বিকল্প কিছু হয় না', কাছের মানুষকে হারানোর যন্ত্রনায় কাতর সানা খান

প্রয়াত সংগীতশিল্পীর পরিবারের সঙ্গে কথাও বলেছিলেন মমতা। একইসঙ্গে কঠিন সময়ে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন। মুখ্যমন্ত্রী ও ইন্দ্রনীল সেন ব্যক্তিগত সঞ্চয় থেকে এক লাখ টাকা তুলে দেন সুপ্রকাশ চাকীর হাতে। রাগ সংগীত ও বাংলা আধুনিক গানের জগতে স্বনামধন্য ব্যাক্তি ছিলেন প্রয়াত শিল্পী সুপ্রকাশ চাকী। প্রসঙ্গত, আকাশবাণীতে দীর্ঘদিন অনুষ্ঠান করেছেন। একাধিক গানের রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে।

আরও পড়ুনঅর্থের অভাবে হল না কিডনি প্রতিস্থাপন! দীর্ঘ লড়াইয়ের অবসান, না ফেরার দেশে বিশিষ্ট কৌতুক অভিনেতা

পরবর্তীতে  যাদবপুর বিশ্ববিদ্যালয় ও বাণীচক্রে শিক্ষকতাও করেছেন। সুপ্রকাশ চাকী একজন প্রতিভাবান বাংলা সংগীতশিল্পী যিনি সুর ও গানে বাংলা সংগীতকে সমৃদ্ধ করেছেন। জীবনের অন্তিম পর্যায়ে তিনি গুরুতর স্বাস্থ‌্য সমস্যা ও আর্থিক সংকটে ভুগছেন। আধুনিক বাংলা গান, রবীন্দ্রসংগীত, নজরুলগীতি ও ভক্তিসংগীতেও ছিলেন সমান পারদর্শী। 

আরও পড়ুন মৃত্যুর আগে কার সঙ্গে কাজের ইচ্ছেপ্রকাশ? শ্রীদেবীকে নিয়ে মুখ খুললেন পরিচালক মধুমিতা

death news