ইরানে সরকার-বিরোধী আন্দোলন চরমে পৌঁছেছে। হিজাবের বিরোধিতা করায় নারী-পুরুষ নির্বিশেষে সরকারের রোষের মুখে পড়েছে। কয়েক দিন আগে এক ফুটবলারকে মৃত্যুদণ্ড দিয়েছে সে দেশের মৌলবাদী সরকার। এবার ইরানি প্রশাসন জেলে পুড়ল দেশের অন্যতম জনপ্রিয় অস্কারজয়ী অভিনেত্রীকে। দেশজুড়ে প্রতিবাদের ঝড়ের মধ্যে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করার অভিযোগে হাজতে পোরা হয়েছে তারানেহ আলিদুস্তি নামে অভিনেত্রীকে।
ইরানের জাতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আলিদুস্তি অস্কার জয়ী ছবি 'দ্য সেলসম্যানে'র অভিনেত্রী। শনিবার তাঁকে আটক করে ইরানি পুলিশ। হিজাব বিরোধী আন্দোলনে শামিল হওয়া এক ব্যক্তির মৃত্যুদণ্ডের জেরে তাঁর সমর্থনে এক সপ্তাহ আগে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন তারানেহ। এর আগে ফুটবলার, অভিনেতা-অভিনেত্রী, প্রভাবশালীদের একের পর এক গ্রেফতার করেছে সরকার। তিন মাসে পড়েছে সরকার-বিরোধী আন্দোলন।
ইরানের সরকারি সংবাদমাধ্যমের দাবি, আলিদুস্তি নিজের পোস্টের সমর্থনে কোনও তথ্যপ্রমাণ দেখাতে পারেননি। জানা গিয়েছে, ইরানের আরও বহু তারকাকে তলব করা হয়েছে উস্কানিমূলক পোস্টের জন্য। কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।
৩৮ বছরের অভিনেত্রী তাঁর পোস্টে লেখেন, "তাঁর নাম মহসিন শেকারি। প্রত্যেক আন্তর্জাতিক সংগঠন এই রক্তবন্যা দেখেও চুপ করে আছে তাঁরা মানবতার নামে কলঙ্ক।" গত ৯ ডিসেম্বর শেকারিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, রাজধানী তেহরানের রাস্তা আটকে সরকারি নিরাপত্তা বাহিনীকে আক্রমণ করেছিলেন ধারাল অস্ত্র নিয়ে।
আরও পড়ুন ‘মেয়েরা হিজাব পরলেও সমস্যা, বিকিনি পরলেও..’, ‘পাঠান’ বিতর্কে ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নুসরত!
গত নভেম্বর মাসে হেঙ্গামেহ গাজিয়ানি এবং কাতায়ুন রিয়াহি নামে আরও দুই বিখ্যাত অভিনেত্রীকে গ্রেফতার করা হয় বিক্ষোভকারীদের সমর্থনে পোস্ট করার জন্য। গত মাসে ইরানের ফুটবলার ভোরিয়া ঘাফুরিকে গ্রেফতার করে পুলিশ। কারণ তিনি জাতীয় ফুটবল দলকে অপমান করেছেন এবং সরকারের বিরুদ্ধাচার করেছেন। তবে জানা গিয়েছে, প্রত্যেককেই ছেড়ে দেওয়া হয়েছে।
আলিদুস্তির ইনস্টা অ্যাকাউন্টে ৮০ লক্ষ ফলোয়ার রয়েছেন। কিন্তু সেই পোস্টের পর অ্যাকাউন্টটি বন্ধ করা হয়েছে। উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর ২২ বছরের মাহসা আমিনি নামে এক তরুণীর পুলিশ হেফাজতে মৃত্যুর পর দেশে ক্ষোভের আগুন জ্বলে। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর ফের এই দেশে বিদ্রোহের আগুন জ্বলছে। তবে এবার ইসলামিক সরকারের বিরোধিতায় আন্দোলন চলছে পারস্যভূমিতে।