/indian-express-bangla/media/media_files/2025/05/07/MzVcoIPaF8IgBq9QOQQm.jpg)
তাঁর মৃত্যুর কয়েকমাসের মধ্যেই চলে গেলেন ছেলে...
Singer's Son died: দিনে দিনে যেন ক্যানসারে প্রয়াত মানুষের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। একের পর এক তারকা এই মারণরোগের শিকার। খবর আসছে এক জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পুত্র থ্রোট ক্যানসারে প্রয়াত। কিছুদিন আগেই তিনি হারিয়েছেন তাঁর প্রিয় সৎ মাকে। আর এবার নিজেই সেই পথেই যাত্রা করলেন।
আইরিশ গায়িকা, লিন্ডা নোলানের ছেলে লয়েড হাডসন তাঁর সৎ মায়ের পথেই চলে গেলেন না ফেরার দেশে। জনপ্রিয় এই গায়িকা নিজেও মাস চারেক আগেই ক্যানসারে পাড়ি দেন না ফেরার দেশে। আর এবার তাঁর সৎ ছেলে লয়েড যিনি থ্রোট ক্যানসারে ভুগছিলেন তিনিও। এখানেই শেষ না। লিন্ডার স্বামীও ক্যানসারেই মারা যান। গোটা পরিবারই মারণ রোগে প্রাণ হারালেন।
৬৫ বছর বয়সে মারা গিয়েছিলেন লিন্ডা। এবং একটি শোয়ে এসে তাঁর সৎ ছেলেও যে মারণরোগে আক্রান্ত সে কথা জানিয়েছিলেন। ২০২৪ সালেই ছেলের ক্যানসার প্রসঙ্গে জানান তিনি। বলেছিলেন এই একটা রোগের কারণেই আমরা সবাই খুব খারাপ সময় দেখেছি। আর এখন আমার সৎ ছেলে ক্যানসার আক্রান্ত। আমাদের একা থাকতে দিন।
Child singer Death: এয়ারস্ট্রাইকে থেমে গেল কন্ঠ, ঘিরে ধরল নিস্তব্ধতা, প্রয়াত শিশু সঙ্গীতশিল্পী
সৎ ছেলে হলেও তাঁকে ভীষণ ভালবাসতেন। এছাড়াও দুজনের মধ্যে ওষুধ থেকে ট্রিটমেন্ট সবকিছু নিয়েই খুব আলোচনা হত। নানা ধরণের ঠাট্টা তামাশা করতেন নিজেদের মধ্যে। আবার একসঙ্গে কাঁদতেন পর্যন্ত। কিন্তু সৎ মা চলে যাওয়ার বেশিদিন আর তিনি বাঁচলেন না।
সুত্র অনুযায়ী, তাঁর গলায় একটি বড় আকারের টিউমার হয়েছিল। যেটি অপারেশনের প্রয়োজন পড়ে। তখনই ২০২৩ সালে জানা যায় যে তিনি ক্যানসার আক্রান্ত। যদিও লয়েডের এক বন্ধু মারফত খবর, গতবছর ক্যানসার মুক্তি ঘটবে তাঁর এমনটাই ভেবেছিলেন। কিন্তু, সেটা হল না। তখনও সৎ মা লিন্ডা বেঁচে। ভেবেছিলেন হয়তো ক্যান্সারকে বুড়ো আঙুল দেখানো সম্ভব হবে। তবে, সব মিথ্যে। ভক্তরা এমনও বলছেন, লিন্ডা বেঁচে থাকলে হয়তো আরও কষ্ট পেতেন।