/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/irfan.jpg)
ইরফান প্রসঙ্গে বাবিল
বাবাই তাঁর একমাত্র বন্ধু। ইরফান পুত্র বাবিলের সবকিছুর মধ্যেই যেন প্রয়াত অভিনেতার ছোঁয়া রয়েছে। প্রতি মুহূর্তে বাবাকে মিস করেন তিনি। Iifa পুরস্কার নিতে গিয়েও বাবার কথাই বলতে শোনা গেল তাঁকে।
মা সুতপাকে নিয়ে গিয়েছিলেন অনুষ্ঠানে। কলা ছবির জন্য মনোনয়ন ছিল তাঁর। ফলে একটা চাপা উত্তেজনা বহাল ছিল সবসময়। এমনিও ইরফানের পুত্র বলেই তাঁর ওপর অনেক দায়ভার, অভিনয় করার সময়ও অনেককিছু মাথায় রাখতে হয়। যদিও, এবারের শ্রেষ্ঠ ডেবিউ অভিনেতার পুরস্কার তিনিই পেয়েছেন। কিন্তু তাঁর আগেও বাবাকে স্মরণ করে নিলেন অভিনেতা।
#WATCH | If I win an award, I will take it home and keep it with Baba's (Irrfan Khan) 50 awards and be humble then go to work from next morning: Actor Babil Khan at #IIFA Awards 2023 in Abu Dhabi pic.twitter.com/2oXOk7iafa
— ANI (@ANI) May 27, 2023
আরও পড়ুন < ‘ভারতের স্বপ্নজয়..’, নবনির্মিত সংসদ ভবন নিয়ে উচ্ছ্বসিত শাহরুখ, প্রশংসা করলেন প্রধানমন্ত্রীর! >
রেড কার্পেটে সংবাদমাধ্যমের সামনে বলেন, বাবাকে প্রতি মুহূর্তে আমি মনে করি। কারণ ছোটবেলায় আমার কোনও বন্ধু ছিল না। বাবার সঙ্গেই হাসি মজা করে কাটিয়েছি। আজ যদি আমি পুরস্কার পাই তাহলে বাবার যে ৫০টা পুরস্কার আরও রয়েছে সেখানে গিয়েই এটা রেখে দেব। কোনও সেলিব্রেশন হবে না। পরের দিন উঠে এবার কাজে চলে যাবে। আমি এভাবেই সৎ এবং নিজের কাজের প্রতি ভাল থাকতে চাই।
উল্লেখ্য, বাবার দেখানো পথেই এগিয়েছেন বাবিল। অভিনয় দুনিয়ায় সদ্য পা রেখেছেন তিনি। এখন সামনে অনেক নতুন কাজের অপেক্ষায়। গতকাল iifa এর পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। তবে, ইরফানের ছেলে হলেও সাফ জানিয়ে দিয়েছেন, বাবার করা কোনও চরিত্র তিনি আবার করে রিক্রিয়েশন করতে চান না।