Irrfan Khan Top 6 Movies: ইরফানের এই ৬টি আন্ডাররেটেড ছবি, OTT - তে না দেখলে চরম মিস করবেন!

irrfan Khan underrated movies: ইরফান মানেই নানা ধরনের ছবি। ইরফান মানেই স্ক্রিনের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতেন দর্শকরা। একদিকে যেমন কিছু উচ্চমানের ছবি উপহার দিয়েছেন, ঠিক তেমনই বেশ কিছু এমন ছবিতে ইরফান অভিনয় করেছেন, যেগুলি নিয়ে আলোচনা খুব একটা হয়নি।

irrfan Khan underrated movies: ইরফান মানেই নানা ধরনের ছবি। ইরফান মানেই স্ক্রিনের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতেন দর্শকরা। একদিকে যেমন কিছু উচ্চমানের ছবি উপহার দিয়েছেন, ঠিক তেমনই বেশ কিছু এমন ছবিতে ইরফান অভিনয় করেছেন, যেগুলি নিয়ে আলোচনা খুব একটা হয়নি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
irfan khan 6 underrated movies

ইরফানের এই ছবিগুলো দেখলেন না তো, কিছুই দেখলেন না... Photograph: ( ফাইল)

দেখতে দেখতে ৫টা বছর পার। সেদিন সকালে ভারতীয়দের ঘুম ভেঙেছিল এক ভীষণ খারাপ খবরে। ইরফান সেদিন চলে গিয়েছিলেন সব মায়া কাটিয়ে। এক এমন তারকা, যাকে অভিনয় করতে গিয়ে কোনোদিন আড়ষ্ঠ হতে দেখা যায়নি। এক এমন অভিনেতা, যিনি নিজের দক্ষতা এবং অভিনয় ক্ষমতা দিয়ে শুধু এদেশে নয়, বরং বিদেশের বুকেও নানা ছবিতে অভিনয় করেছেন।

Advertisment

ইরফান মানেই নানা ধরনের ছবি। ইরফান মানেই স্ক্রিনের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতেন দর্শকরা। একদিকে যেমন কিছু উচ্চমানের ছবি উপহার দিয়েছেন, ঠিক তেমনই বেশ কিছু এমন ছবিতে ইরফান অভিনয় করেছেন, যেগুলি নিয়ে আলোচনা খুব একটা হয়নি। আজ ইরফানের প্রয়াণ দিবস। যেখানে অনেক ছবি আগে হলে দেখা সম্ভব হয়নি, সেখানে OTT platforms এর বুকে কোন কোন ছবি দেখা যেতে পারে, এক তালিকায় পড়ে নেওয়া যাক?

হিন্দি মিডিয়াম: ইরফান এই ছবিতে এক বাবার ভূমিকায় অভিনয় করেছিলেন। সমাজের প্রতিকূলতা থেকে নানা সমস্যার পরে, কিভাবে সবটা জয় করলেন তিনি, সেটাই শেখাল এই ছবি। দেখা যাবে প্রাইম ভিডিওতে।

Advertisment

Vaibhav Suryavanshi: IPL মালকিনের চোখে ধোঁয়াশা, ১৪বছরের বৈভবের ঝোড়…

তালবার: এই ছবিতে, একজন দক্ষ পুলিশ অফিসারের ভূমিকায় তিনি অভিনয় করেছিলেন। যেখানে এক কমপ্লেক্স খুনের তদন্ত করতে দেখা যায় তাঁকে। এই ছবিতে তাঁর অভিনয় ছিল দেখার মত। দেখা যাবে Netflix এ।

দ্যা লাঞ্চ বক্স: এই ছবির প্রসঙ্গে অনেকেই জানেন। এই ছবিতে তিনি একদম চুপচাপ শান্ত মানুষের ভূমিকায় অভিনয় করেছিলেন। সোজা ভাষায় একজন ইমোশনাল মানুষের ভূমিকায় তাঁকে দেখা গিয়েছিল। লাঞ্চ বক্স বদলের মাধ্যমেই এগিয়ে চলে এই গল্প। দেখা যাবে NETFLIX এ।

পান সিং তোমার: ক্লাসিক কালট ইরফানের একটি ছবি, যেই ছবিতে ইরফানের ভূমিকা ছিল অনবদ্য। এক খেলোয়াড় তাঁর জীবনের কোন অধ্যায়ে রেবেলে পরিণত হলেন এবং সাংঘাতিক ইন্টেনস একটা চরিত্র উপহার দিলেন। এই ছবিতে তাঁর অভিনয় নিয়ে দ্বিতীয় প্রশ্ন করার জায়গা নেই। এই ছবিও দেখা যাবে NETFLIX এ।

স্লামডগ মিলিয়নিয়ার: এক পুলিশ অফিসারের ভূমিকায় তাঁকে দেখা গিয়েছিল। এই ছবি এমনিও দারুণ প্রশংসা পেয়েছিল, কিন্তু তাঁর ভূমিকা দৃশ্যের গভীরতা আরও বাড়িয়ে দেয়। এই ছবি দেখা যাবে অ্যামাজন প্রাইমে।

লাইফ ইন এ মেট্রো: মর্ডান সম্পর্কে কমপ্লেক্স স্বভাবের চরিত্রে দেখা গিয়েছিল ইরফানকে এই ছবিতে। এক শহরে তাঁর বেঁচে থাকার গল্প বলেছিল এই ছবি।

bollywood Irrfan Khan Bollywood Actor Irrfan Khan Death Anniversary