/indian-express-bangla/media/media_files/2025/04/29/nfSPqVOPwLGlQaD359Es.jpg)
কাঁপছে বলিউড, বৈভবের প্রভাবে যা অবস্থা...
Vaibhav Suryavanshi Reaction by Bollywood: ১৪ বছর বয়সে একটা ছেলে, ঠিক করে নিজের মনের কথা বাবা মাকে বলে উঠতে পারে না। ১৪ বছর বয়সে একটা ছেলের সিদ্ধান্ত কে বারবার হাসির ছলে উড়িয়ে দেওয়া হয়। কিন্তু, ১৪ বছরের বয়সের এই ছেলেটা গতকাল যেভাবে বল হাওয়ায় উড়িয়েছেন, যেভাবে পিটিয়ে পিটিয়ে অপোনেন্ট বোলারদের অবস্থা খারাপ করেছেন, তাতে আর ১৪ বছরের ছেলেকে নিতান্তই হালকা ভাবে নেওয়া যায় না। প্রসঙ্গে ক্রিকেটের ঝড়ো ইনিংস খেলা ১৪ বছরের বৈভব সূর্যবংশী।
এই বাচ্চা ছেলেটা ক্রিকেট দুনিয়ার নানা কিংবদন্তি বোলারদের, মাঠে যেন দাঁড়াতেই দিলেন না। এক একটা ওভারে যে ভয়ংকর রান দিলেন, একবারের জন্য তো মনে হচ্ছিল ক্রিকেটের বস ক্রিস গেইল না তার সামনে ফেল পড়ে যান। ৩৫ টা বলে ১০০ রান! ১৪ বছরের একটা ছেলের পক্ষে নেহাটি সহজ কথা নয়। আর বল করছিলেন কারা? রশিদ খান থেকে ইশান্ত শর্মা। বল যেন হাওয়ায় শুধু উড়ছিল। বছর চোদ্দ ছেলেটাকে দেখেই বলিউডে উঠেছে ঝড়। এমনকি অন্যতম অভিনেত্রী এবং আইপিএল মালকিন যেন ঠাওর করতে পারছেন না যে কি ইনিংস দেখে ফেললেন।
তার সঙ্গে তুলনা উঠছে বছর ১৫ শচীন টেন্ডুলকারের। ক্রিস গেইল যিনি ক্রিকেটের বস, তিনি ৩০ বলে ১০০ রান করেছিলেন। আর বৈভব ৩৫ বলে একশো! তাকে দেখে বলিউডের অভিনেতা অভিনেত্রীদের ক্রিকেটের মাস্টার ক্লাসের কথা মনে পড়ছে। ভিকি কৌশল সমাজমাধ্যমে তাকে নিয়ে লিখেছেন, এরকম ম্যাসিভ নক আউট স্টেজ ক্রিকেটের মাঠে আমি অনেকদিন দেখিনি। তোমার জন্য অনেক সম্মান বেড়ে গেল। এদিকে অর্জুন কাপড় যিনি আদতেই একজন খেলা প্রেমিক, তিনি ১৪ বছর বয়সের ছেলেটাকে নিয়ে আবেগে আপ্লুত। কী বলছেন তিনি?
এই ১৪ বছরের বাচ্চাটার সামনে মাথা নত করতেও অসুবিধা নেই। তুমি আমার সালাম নিও। ১৪ বছরের কান্ড কীর্তি অদ্ভুত এবং আনরিয়েল। ১৪ বছরে যে স্বপ্ন বাঁচা যায় সেটা বৈভাব দেখিয়ে দিল। পাশাপাশি তিনি আরো বললেন, ১৪ বছর বয়সে মানুষ শুধু স্বপ্ন দেখে। কিন্তু বৈভব স্বপ্ন দেখছে না, বরং ওর খেলা দেখে আমরা স্বপ্ন দেখছি। এখানেই শেষ না। আইপিএল দলের মালকিন, প্রীতি জিন্টা তিনিও যেন অবাক এই ধুয়াধার ইনিংস দেখে। প্রীতি বলছেন...
Wow !!! Vaibhav Sooryavanshi. What an incredible talent 🔥 Such a thrill to watch a stunning 35 ball century by this 14year old. This year IPL is lit ! The future of Indian cricket is bright. #Century#RRvGT#IPL2025#VaibhavSooryavanshipic.twitter.com/2LWHThzTiR
— Preity G Zinta (@realpreityzinta) April 28, 2025
"বাহ! বৈভব সূর্যবংশী। কী অসাধারণ প্রতিভা! ১৪ বছর বয়সী এই বালকের ৩৫ বলের অসাধারণ সেঞ্চুরি দেখাটা সত্যিই রোমাঞ্চকর। এই বছর আইপিএল আলোকিত! ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল।"