Advertisment
Presenting Partner
Desktop GIF

'কীভাবে তদন্ত এগোবে সেটাও কি এবার মিডিয়া বলে দেবে?'

সুশান্ত মৃত্যু মামলায় এমনই প্রশ্ন করল বম্বে হাইকোর্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সুশান্ত সিং রাজপুত

তদন্ত কীভাবে চলবে সেটা কি সংবাদমাধ্য়মের বলে দেওয়া দায়িত্ব নাকি? সুশান্ত মৃত্যু মামলায় এমনই প্রশ্ন করল বম্বে হাইকোর্ট। প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি গিরিশ কুলকার্ণির ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার সুশান্ত মৃত্যু তদন্তে মিডিয়া ট্রায়াল নিয়ে প্রশ্ন তুলে বিভিন্ন সমাজকর্মী, স্বেচ্ছাসেবী সংস্থার দায়ের করা জনস্বার্থ মামলার শুনানিতে এমনই বলেছে। মামলাকারীদের আবেদন, তদন্তের ফলাফল জানার আগেই যেভাবে সংবাদমাধ্যম দোষী বানানোর কাজ করছে তা অপ্রত্যাশিত, অন্যায়।

Advertisment

মামলাকারীদের বক্তব্য, টেলিভিশন মিডিয়ার এবং বিচারব্যবস্থার নীতির বিরোধী কাজ করছে চ্যানেলগুলি। তারা নিজেদের মতো করে তদন্ত চালিয়ে কাউকে কাঠগড়ায় তুলছে। প্রবীণ কাউন্সেল আসপি চিনয় আদালতে জানিয়েছেন, বিচারক হয়ে চ্যানেলগুলোতে কাউকে দোষী বানিয়ে দেওয়া হচ্ছে। সীমা ছাড়িয়ে যাচ্ছে সবাই। এটাই আমাদের অভিযোগ। টেলিভিশন মিডিয়া নিজের ক্ষমতার অপব্যবহার করছে। তদন্তকারী সংস্থা, বিচারব্যবস্থার কর্মপদ্ধতির উপরেও প্রশ্ন তুলছে চ্যানেলগুলো।

আরও পড়ুন একমাস পর কারামুক্ত রিয়া, জেলের বাইরে অভিনেত্রীর গাড়ি ঘিরে ব্যাপক ভিড়

চ্যানেলের তরফে আইনজীবী মালবিকা ত্রিবেদী পাল্টা আদালতে জানিয়েছেন, সংবাদমাধ্যমের ভূমিকার উপর এভাবে প্রশ্ন তোলা যায় না। এতে সংবাদমাধ্যম সম্পর্কে কুপ্রভাব পড়তে পারে মানুষের মধ্যে। তখন ডিভিশন বেঞ্চ ওই আইনজীবীকে প্রশ্ন করে, তদন্তকারী সংস্থাকে কি এবার মিডিয়া বলে দেবে তদন্তের পদ্ধতি? এটা তদন্তকারী অফিসারের দায়িত্ব। এই মামলায় ফের ১২ অক্টোবর শুনানি হবে। তখন সরকার ও নিউজ চ্যানেলগুলির বক্তব্য শুনবে আদালত।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Sushant Singh Rajput Bombay HC
Advertisment