/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/05/isha-ambani-engagement-759-1.jpg)
সম্প্রতি বাগদান সারলেন মুকেশ ও নীতা আম্বানির মেয়ে ইশা। বিশিষ্ট ব্যবসায়ী জয় পিরামলের ছেলে তথা ইশার দীর্ঘদিনের বন্ধু আনন্দ পিরামলের সঙ্গে বাগদান হল আম্বানিকন্যার। এনগেজমেন্ট পার্টিতে উপস্থিত ছিল প্রায় পুরো বি টাউন। ছিলেন রাজনৈতিক নেতা থেকে শুরু করে ক্রিকেটাররা। এ বছরের ডিসেম্বরে বিয়ে হওয়ার কথা এই যুগলের।
মুম্বইয়ে অনুষ্ঠিত বার্থ ডে পার্টিতে হাজির ছিলেন শাহরুখ খান, আমির খান, করণ জোহর, রণবীর কাপুর সহ আরও অনেকে।
নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে হাজির পরিচালক অয়ন মুখার্জি ও অভিনেতা রণবীর সিং।
আম্বানির মেয়েকে শুভেচ্ছা জানাতে উপস্থিত আমির খানও।
বাগদান অনুষ্ঠানে দেখা মিলল বলিউড বাদশারও।
অনুষ্ঠান শেষে বেরিয়ে আসছেন শাহরুখ খান
মেয়ের বাগদান অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে ব্যস্ত নীতা আম্বানি।
সোমবার সন্ধে ইশা আম্বানির এনগেজমেন্টের অনুষ্ঠানে যেতে ভোলেননি করণ জোহর।
মেয়ের বিয়ের অনুষ্ঠানে নাচতে দেখা গেল নীতা আম্বানিকে। বলিউডি গানের তালে পা মেলালেন মুম্বই ইন্ডিয়ান্সের অন্য়তম কর্ত্রী।
আরও পড়ুন, সোনমের রিসেপশনের কিভাবে আসর মাত করলেন বাবা অনিল কপুর?
আরও পড়ুন, ধুমধাম বিয়ের পর জমকালো রিসেপশন সোনমের, মাতলেন বলি তারকারা
এ বছর মার্চেই মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানির বাগদান হয়েছে শ্লোকা মেহেতার সঙ্গে। মুকেশ তনয়কে শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন, ক্যাটরিনা কাইফ, গৌরী খান, জন আব্রাহামরা। এ বছরেই বিয়ের কথা রয়েছে এ দুজনেরও।