/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/ishaa-759.jpg)
ইশা সাহা। ফোটো- ইনস্টাগ্রাম
ফের তৈরি হচ্ছে ব্যোমকেশ। বড়পর্দা নয় ওয়েব সিরিজেও যে সত্যান্বেষীর জনপ্রিয়তা ক্রমবর্ধমান। হইচইয়ে তো ব্যোমকেশের সিরিজ ছিলই, এবার আড্ডা টাইমসও নিয়ে আসছে ব্যোমকেশ বক্সীকে। সেই সঙ্গেই সত্যবতীর তালিকায় নতুন নাম জুড়ে গিয়েছে। শোনা যাচ্ছে, ইশা সাহাকেই সত্যবতীর চরিত্রে বেছে নিয়েছেন নির্মাতারা। ব্যোমকেশের ভূমিকায় দেখা যাবে গৌরব চক্রবর্তীকে। কিন্তু অজিত কে করছে সে বিষয়ে এখনই কিছু জানা যায়নি।
এর আগেও টেলিভিশনের পর্দায় ব্যোমকেশ রূপে দেখা গিয়েছে গৌরবকে। কিন্তু এই টিমে নতুন মুখ ইশা। হইচইয়ে অনির্বাণ ভট্টাচার্যকে দর্শক দেখে সত্যান্বষেণ করতে, সেই সিরিজগুলোতে সত্যবতীর ভূমিকায় দেখা যায় ঋদ্ধিমা ঘোষকে। তবে মনে করা হচ্ছে ব্যোমকেশ-সত্যবতীর নতুন জুটিকে দেখতে পাবে দর্শক। সিরিজ়টি পরিচালনা করবেন অভিনন্দন দত্ত।
আরও পড়ুন, গরমের ছুটিতে আসছে ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’
ব্যোমকেশ নিয়ে ছোটপর্দা ও বড়পর্দায় প্রচুর কাজ হয়েছে। আবির চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য, গৌরব চক্রবর্তী এবং সম্প্রতি পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছে ব্যোমকেশ বক্সীর ভূমিকায়। হইচইয়ে বেশ কয়েকটি গল্প দেখেছে দর্শক। তবে আড্ডা টাইমস ঠিক কোন কোন গল্প নিয়ে কাজ শুরু করবে সে বিষয়ে কিছু জানা যায়নি।
হইচইয়ে শুরু হতে চলেছে ব্যোমকেশ সিরিজের পঞ্চম ইনস্টলমেন্ট। তবে ইশা এর আগে ওয়েব প্ল্যাটফর্মে কাজ করলেও পিরিয়ড সিরিজে প্রথমবার নাম লেখাতে চলেছেন। সামনেই মুক্তি পাবে ইশার দুটি ছবি- অঞ্জন কাঞ্জিলালের পরিচালনায় 'সহবাসে' এবং অর্জুন দত্তর 'অব্যক্ত'।