Sanjay Dutt’s drug addiction: ড্রাগসের নেশায় মত্ত, সঞ্জয় দত্তকে রিহ্যাবে পাঠানোর পরই কঠিন সিদ্ধান্ত বন্ধুর, 'ও ভাল ছিল না'

চলচ্চিত্র জগতে অভিনেতাদের অপেশাদার বলে দাগিয়ে দেওয়া উচিত নয় বলেই মনে করেন রাজীব। তিনি বলেন, "সঞ্জয় যখন 'যুদ্ধ'-এর শুটিং করছিল, তখন সে কখনও কোনও শিডিউল মিস করেনি।

চলচ্চিত্র জগতে অভিনেতাদের অপেশাদার বলে দাগিয়ে দেওয়া উচিত নয় বলেই মনে করেন রাজীব। তিনি বলেন, "সঞ্জয় যখন 'যুদ্ধ'-এর শুটিং করছিল, তখন সে কখনও কোনও শিডিউল মিস করেনি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sanjay

যা জানা গেল সঞ্জয়কে নিয়ে...

Sanjay Dutt’s drug addiction: চলচ্চিত্র নির্মাতা রাজীব রাই একসময় অভিনেতা সঞ্জয় দত্ত-এর খুব কাছের বন্ধু ছিলেন। কিন্তু সময়ের সঙ্গে তাঁদের বন্ধুত্বে ফাটল ধরে, বিশেষ করে সেই সময় যখন রাজীব, সঞ্জয়কে তাঁর ছবি ‘যুদ্ধ’ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজীব জানান, সঞ্জয়ের তীব্র মাদকাসক্তির কারণেই এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল, এবং সম্ভবত এই সিদ্ধান্তই সঞ্জয়ের জীবনে একটি গুরুত্বপূর্ণ মোড় এনেছিল।

Advertisment

রাজীব বলেন, "আমি হয়তো তাঁর জীবন বদলের জন্য কৃতিত্ব দাবি করতে পারি। কারণ সঞ্জয়কে বাদ দেওয়ার পরেই সে একটা বড় ধাক্কা খায় এবং নিজের জীবনকে যে পাল্টাতে হবে বা গুছিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা আছে, সেটা সে অনুভব করে। তাকে তখন যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের জন্য পাঠানো হয়।" তিনি জানান, সেই সময় সঞ্জয়ের বাবা সুনীল দত্ত তাঁদের অনুরোধ করেছিলেন সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার জন্য। কিন্তু রাজীব ও তাঁর বাবা গুলশান রাই তাঁদের অবস্থানে অনড় ছিলেন, কারণ তাঁদের ছবিটা নিয়ে দেরি করার অবকাশ ছিল না। 

Amitabh Bachchan-Sholay: 'এই টাকায় এখন তো..', 'ষোলে'র ৫০ বছরে চমকে দেওয়ার মত তথ্য দিলেন অমিতাভ

Advertisment

চলচ্চিত্র জগতে অভিনেতাদের অপেশাদার বলে দাগিয়ে দেওয়া উচিত নয় বলেই মনে করেন রাজীব। তিনি বলেন, "সঞ্জয় যখন 'যুদ্ধ'-এর শুটিং করছিল, তখন সে কখনও কোনও শিডিউল মিস করেনি। আমি তার সঙ্গে ১৪টি রিল শুট করেছি। আমার মনে এখনও সে আমার সবচেয়ে ভালো বন্ধু। আমাদের পারিবারিক সম্পর্ক ছিল গভীর। আমার বাবা ও দত্ত সাহেব খুব ভালো বন্ধু ছিলেন। কিন্তু সমস্যা হয়েছিল..."

রাজীব আরও বলেন, "সঞ্জয় তখন ভালো ছিল না, তাকে সত্যিই পুনর্বাসনের প্রয়োজন ছিল। আমি দত্ত সাহেবের সঙ্গে সরাসরি কথা বলেছিলাম। আমি খুব উদ্বিগ্ন ছিলাম। আমি জানি না সে বিষয়টা কীভাবে নিয়েছিল, কিন্তু আমি বিশ্বাস করি, আমি যদি সেই কঠিন সিদ্ধান্ত না নিতাম, তাহলে সঞ্জয় হয়তো তার জীবন বদলাতে পারত না। বন্ধুত্বের সেকথা মাথায় রেখেই আমাকে পেশাগতভাবে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল।" 

একটি কথোপকথনের পরই সঞ্জয়কে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। রাজীব জানান, "আমি প্রতিদিন ওর সঙ্গে কথা বলতাম, তাকে বোঝাতাম যেন নিজের শরীর ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেয়। আমি ছবিটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার অনুমতি চেয়েছিলাম। আমার কাছে তখন বিকল্প ছিল না।"  তিনি আরও জানান, তাঁদের পরিবারের সকলে একসময় খুব আপনজন ছিলেন। তার প্রমাণ হলো এই যে, সুনীল দত্তের প্রথম চেক তাঁর বাবা গুলশান রাই কেটেছিলেন। এবং তাঁরা দু’জনেই নিউইয়র্কে দীর্ঘ সময় কাটাতেন। যখন সঞ্জয়ের মা নার্গিস ক্যানসারের চিকিৎসাধীন ছিলেন, তখন। 

শেষে রাজীব বলেন, "সঞ্জয়ের সঙ্গে আমার সম্পর্ক কখনোই পুরোপুরি ঠিক হয়নি। আমি জানি না সে এখনও আমাকে ভালোবাসে নাকি ঘৃণা করে। আমরা এটা নিয়ে কখনও কথা বলিনি। আমি কেবল জানি, আমি যা করেছিলাম, তা ওর ভালোর জন্যই করেছিলাম। হয়তো ও এবং ওর বাবা তখন আমার উপর খুব রাগ করেছিল, তবে আমি ঠিক ছিলাম।" সঞ্জয় দত্ত পরে পুনর্বাসন কেন্দ্র থেকে ফিরে এসে আবার অভিনয় শুরু করেন, তবে জীবনের সমস্যা এখানেই থামেনি। মুম্বাই বিস্ফোরণ কাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাজা ভোগ করতে হয়। এবং পরে ধরা পড়ে ক্যানসার। ২০১৮ সালে তাঁর জীবনের উপর ভিত্তি করে নির্মিত বায়োপিক ‘সঞ্জু’ মুক্তি পায়, যেখানে তাঁর চরিত্রে অভিনয় করেন রণবীর কাপুর।

sanjay dutt Entertainment News Entertainment News Today