/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/03/WhatsApp-Image-2020-03-01-at-19.57.15.jpeg)
দিলজিতের ফোটোশপ করা সেই ছবি। ফোটো- টুইটার
রবিবার, অভিনেতা-গায়ক দিলজিৎ দোসঞ্জের টুইটারের কথোপকথন টুইটারেতিদের অবাক করেছেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের মেয়ে এবং সিনিয়র অ্যাডভাইসার ইভাঙ্কা ট্রাম্পের সঙ্গে দিলজিতের বার্তালাপ নেটিজেনদের অবাক করেছে।
টুইটারে একটি ফোটোশপ করা ছবি শেয়ার করেছেন দিলজিৎ যেখানে ইভাঙ্কা ট্রাম্পের সঙ্গে তাজমহলের সামনে বসে আছেন অভিনেতা। ক্যাপশনে তিনি লেখেন, ''আমি এবং ইভাঙ্কা, বারবার বলছে তাজমহল যাব, তাজমহল যাব...তারপরে নিয়েই যেতে হল কী আর করব।''
Me & Ivanka
Piche hee Pey Gaee Kehndi Taj Mahal Jana Taj Mahal Jana.. ????
Mai Fer Ley Geya Hor Ki Karda ???? pic.twitter.com/Pnztfxz7m0
— DILJIT DOSANJH (@diljitdosanjh) March 1, 2020
আরও পড়ুন, রূপান্তরকামীদের ঠিকানার খোঁজ, দেড় কোটি টাকা অনুদান অক্ষয় কুমারের
ইভাঙ্কাও স্পোটিংলি উত্তর দিয়েছেন টুইটের। ছবিটা রিটুইট করে ট্রাম্প কন্যা লেখেন, ''অপূর্ব তাজমহলে আমাকে নিয়ে যাওয়ার জন্য, ধন্যবাদ। অনবদ্য অভিজ্ঞতা ছিল, কখনও ভুলব না।'' ইভাঙ্কার টুইটের উত্তরে দিলজিৎ লেখেন, ''অতিথি দেব ভব! প্রত্যেককে বলতে হচ্ছে ছবিটা ফোটোশপ নয়, তাড়াতাড়ি দেখা হচ্ছে। এরপরে লুধিয়ানায় যাব।''
OMG ???????????? अथिति देवो भव:
Thx @IvankaTrump I Tried Explaining Everybody that it’s not a Photoshop ???????? See You Soon ... Next Visit LUDHIANA For Sure ????
HUN KARO GAL ???????? https://t.co/VD8wvMgDHP
— DILJIT DOSANJH (@diljitdosanjh) March 1, 2020
ভারতবর্ষের এই কার্যকলাপে আনন্দই পাচ্ছেন ইভাঙ্কা। তাঁকে নিয়ে টুইটারের উন্মাদনা উপভোগও করছেন তিনি। শুধু দিলজিৎ দোসঞ্জ নয়, বহু মানুষ তাঁর সঙ্গে ফোটোশপ করা ছবি পোস্ট করছেন।
এসব লক্ষ্য করে টুইটারে ইভাঙ্কা ট্রাম্প লেখেন, ''ভারতীয়দের আতিথেয়তায় আমি মুগ্ধ। প্রচুর নতুন বন্ধু হল।''
I appreciate the warmth of the Indian people.
...I made many new friends!!! https://t.co/MXz5PkapBg
— Ivanka Trump (@IvankaTrump) March 1, 2020
আরও পড়ুন, মুক্তি পেল কাজল-এর প্রথম শর্ট ফিল্ম, সঙ্গী নেহা-শ্রুতি
রিয়্যালিটি স্টার এবং বিলিয়নেয়ার কাইলি জেনারের প্রতি দিলজিৎ দোসঞ্জের প্রেম কোনও গোপন বিষয় নয়। তিনি প্রায়শই কাইলির ছবিতে পাঞ্জাবিতে মন্তব্য করেন যা দেখে ভক্তরা মজার প্রতিক্রিয়াও দেন। ওয়ান্ডার ওম্যান অভিনেতা গাল গ্যাডোথের প্রতিও অভিনেতার মন গলেছে।
প্রসঙ্গত, গত সপ্তাহে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর পরিবার ভারত সফরে এসেছিলেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন