/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/08/jaq.jpg)
এবার 'ইকোনমিক অফেন্স উইংসে'র জেরার মুখোমুখি জ্যাকলিন ফার্নান্ডেজ
সুকেশ চন্দ্রশেখর আর্থিক তছরুপ মামলায় বারবার জেরার মুখোমুখি হতে হচ্ছে জ্যাকলিন ফার্নান্ডেজকে। সোমবার দিল্লি পুলিশের কাছে হাজিরা না দিলেও বুধে কিছুতেই রেহাই পেলেন না অভিনেত্রী। আজ 'ইকোনমিক অফেন্স উইংসে'র জেরার মুখোমুখি জ্যাকলিন ফার্নান্ডেজ। সূত্রের খবরও, আজও পুলিশ আধিকারিকদের কড়া ম্যারাথন জেরায় পড়তে হবে ‘লঙ্কা-সুন্দরী’কে।
প্রসঙ্গত, এর আগে শুধুমাত্র সন্দেহভাজনের তালিকায় ছিলেন জ্যাকলিন। তবে আগস্ট মাসে একেবারে সরাসরি ইডির চার্জশিটে অভিযুক্ত হিসেবে জুড়ে যায় জ্যাকলিন ফার্নান্ডেজের নাম। ২১৫ কোটি টাকার আর্থিক দুর্নীতি মামলায় জড়িয়ে ‘লঙ্কা-সুন্দরী’ যে এবার আরও ভয়ঙ্কর আইনি বিপাকে, তা বলাই বাহুল্য।
<আরও পড়ুন: ‘প্রথম স্ত্রী দেবশ্রীর সঙ্গে কথা বলে মিটমাট করতে চাই..’, অকপট প্রসেনজিৎ>
বুধবার সকালেই দিল্লি উড়ে যান জ্যাকলিন ফার্নান্ডেজ। অই নিয়ে তিন তিনবার দিল্লি পুলিশের জেরার মুখোমুখি নায়িকা। জ্যাকলিনের রুদ্ধে অভিযোগ, সুকেশকে দুর্নীতিবাজ জেনেও তাঁর টাকায় বিভিন্ন সময়ে সুবিধে উপভোগ করেছেন তিনি। জেনেবুঝেই সুকেশ চন্দ্রশেখরের তোলাবাজির টাকা আত্মসাৎ করেছেন জ্যাকলিন, অভিযোগ ইডির। সেই প্রেক্ষিতেই আগস্ট মাসে নয়া চার্জশিটে নায়িকার নাম জুড়েছে।
Jacqueline Fernandez arrives at EOW office in Delhi in connection with the conman Sukesh Chandrashekhar money Laundering case https://t.co/XFDrF8xDaBpic.twitter.com/qzkIfe9Tzh
— ANI (@ANI) September 14, 2022
দিন কয়েক আগেই জ্যাকলিন ফার্নান্ডেজের কাছে সমন গিয়েছিল সোমবার ইকোনমিক অফেন্স উইংসের কাছে হাজিরা দেওয়ার জন্য। তবে পূর্বনির্ধারিত কাজের কথা জানিয়ে অভিনেত্রী তা এড়িয়ে যান। সেই সমনের ভিত্তিতেই বুধবার দিল্লি পুলিশের জেরার মুখোমুখি জ্যাকলিন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন