/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/05/jacqueline-fernandez-759.jpg)
#MeToo নিয়ে কথা বললেন জ্যাকলিন ফার্নান্ডেজ
দুর্ঘটনার কবলে পড়ল অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের গাড়ি। শুক্রবার জ্যাকলিনের গাড়িতে একটি রিকশা ধাক্কা দেয় বলে জানা গেছে। রিকশার ধাক্কায় নায়িকার গাড়ির কাচ ভেঙে গিয়েছে বলে খবর। তবে বলিউডের নায়িকার কোনও চোট লাগেনি। রিকশাচালক মদ্যপ ছিলেন বলেন অভিযোগ উঠেছে। সলমন খানের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট থেকে জ্যাকলিনের গাড়ি বেরোনোর পরই একটি রিকশার সঙ্গে ধাক্কা লাগে বলে জানা গেছে।
দেখুন, রেস থ্রি ছবির জন্য সোনমার্গে শুটিং করছেন সলমন খান ও জ্যাকলিন ফার্নান্ডেজ
সূত্র মারফৎ জানা গেছে, মত্ত অবস্থায় বেসামাল হয়ে রিকশাচালক জ্যাকলিনের গাড়ির সামনে হঠাত চলে আসেন। এরপরই সজোরে ধাক্কা মারে নায়িকার গাড়িতে। এদিন রেস ৩ ছবির অন্য সদস্যদের সঙ্গে সলমনের বাড়িতে গিয়েছিলেন জ্যাকলিন।
আরও পড়ুন, রেস থ্রি: কাশ্মীরে সলমনের সঙ্গে মেহবুবা মুফতির বৈঠক, দেখুন ছবি আর ভিডিও
শুক্রবারই পরে যোধপুর বিমানবন্দরে একসঙ্গে দেখা গেছে সলমন খান ও জ্যাকলিনকে। রেস ফ্যাঞ্চাইজির ৩নং অ্যাকশন থ্রিলার রেস ৩ ছবির বাকি অংশের শ্যুটিংয়ের জন্য যোধপুর উড়ে গেছেন নায়ক-নায়িকা। পরিচালক রেমো ডি’সুজা ও অভিনেতা ববি দেওলকেও সলমন-জ্যাকলিনের সঙ্গে দেখা গেছে।
আরও পড়ুন, সলমনের বাইক সফরের সঙ্গিনীকে দেখেছেন?
Sach Batau . We were not ready with the #Race3Trailer . Is liye itne posters banaye . But Intezar ka fal meetha hota hai . The #Race3 trailer coming to u on May15 . And i promise u the wait will be worth it . @SkFilmsOfficial@tipsofficial@remodsouza@RameshTauranipic.twitter.com/HhwrfeKf6a
— Salman Khan (@BeingSalmanKhan) May 10, 2018
জুন মাসের ১৫ তারিখেই মুক্তি পাচ্ছে রেস ৩। যে ছবি ঘিরে বলিপাড়ায় উন্মাদনা তুঙ্গে। এই প্রথমবার রেস ফ্র্যাঞ্চাইজির ছবিতে দেখা যাবে সল্লুভাইকে। এদিকে চলতি মাসের ১৫ তারিখে ছবির ট্রেলার প্রকাশ করা হবে বলে জানা গেছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us