Jacqueline Mother Death: শুক্রের সকালে কিংবদন্তী অভিনেতা মনোজ কুমারের মৃত্যু শোকের রেশ কাটতে না কাটতেই বলিউডে আরও এক দুঃসংবাদ। মা-কে হারালেন শ্রীলঙ্কান বিউটি জ্যাকলিন ফার্নান্ডেজ। মার্চের শেষের দিকে অত্যন্ত সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল জ্যাকলিনের মা-কে। সেলেব পাপারাৎজ্জি ভিরাল ভায়ানি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জ্যাকলিনের মায়ের অসুস্থতার খবর শেয়ার করেছিলেন। শুটিং ছেড়ে তড়িঘড়ি দেশে ফিরেছিলেন অভিনেত্রী।
২ এপ্রিল আচমকা রটে যায় জ্যাকলিনের মা কিম প্রয়াত। কিন্তু, পরে জানা যায় ভুয়ো খবর ছড়িয়ে পড়েছিল। কিন্তু, ৬ এপ্রিল রবিবাসরীয় সকালে সবচেয়ে কাছের মানুষটাকে হারিয়ে ফেললেন জ্যাকলিন। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। জীবন-মৃত্যুর লড়াইয়ে অবশেষে হেরে গেলেন জ্যাকলিনেমর মা কিম ফার্নান্ডেজ। ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছেন জ্যাকলিনের বাবা।
হাসপাতালে ভর্তি হওয়ার পর ANI-সূত্র মারফৎ জানা যায় অবস্থা এতটাই আশঙ্কাজনক যে তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছে। প্রসঙ্গত, ২০২২-এ ও একবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন জ্যাকলিনের মা। স্ট্রোক হওয়ার সঙ্গে সঙ্গেই বাহারেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অভিনেত্রীর মাকে। তিন বছরের মধ্যে ফের অসুস্থ হন জ্যাকলিনের মা। কিন্তু, এবার আর ঘরে ফেরা হল না।
গত বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে সাদা সালোয়ার আর মুখে কালো রঙের মাস্ক পরে লীলাবতী হাসপাতালে ঢুকছিলেন। গাড়ি থেকে থেমে ঊর্ধ্বশ্বাসে ছুটে যান জ্যাকলিন। এরপরই রটে যায় মায়ের মৃত্যুর খবর পেয়েই ছুটছেন অভিনেত্রী। কিন্তু, International Business Times India-র তরফে জানানো হয় এটি সম্পূর্ণ ভুল খবর। আইপিএল-ও জ্যাকলিনের পারফর্ম করার কথা ছিল। কিন্তু, মায়ের অসুস্থতার কারণে সেই অনুষ্ঠান বাতিল করেন।
মায়ের সঙ্গে জ্যাকলিনের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় মা-মেয়ের ছবি পোস্ট করেন জ্যাকলিন। সাম্প্রতিক অতীতে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, 'আমার মা সবসময় আমাকে সাপোর্ট করেন। এখানে আমি মা-বাবাকে ছাড়া একাই থাকি। ওঁরা(মা-বাবা) আমার জীবনের অনুপ্রেরণা। আমাকে ভবিষ্যতে এগিয়ে যেতে এই দুজন মানুষই অনুপ্রাণিত করেন।'
আরও পড়ুন: অত্যন্ত সংকটজনক কাছের মানুষ, দিশেহারা জ্যাকলিন! হাসপাতালে অভিনেত্রীর প্রিয়জন