'বেবি তোমার হৃদয় আমার..', কি কাণ্ড! জেলে বসেই 'প্রেমিকা' জ্যাকলিনকে আদরমাখা চিঠি সুকেশের?

চুলোয় যাক, জেলে বসেই রোমান্স চালিয়ে যাচ্ছেন সুকেশ!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
jacqueline fernandez, sukesh chandrashekhar

মাখোমাখো প্রেম দুজনের

জেলে বসেই ভালোবাসাবাসি, জ্যাকলিনকে আদরে মুড়িয়ে দিলেন সুকেশ চন্দ্রশেখর। অভিনেত্রীর উদ্দেশ্যে প্রেমমাখা বার্তা দিলেন কাছের মানুষ সুকেশ! কী বললেন তিনি?

Advertisment

দীর্ঘদিন ধরেই জেল হেফাজতে রয়েছেন তিনি। কনম্যান সুকেশ চন্দ্রশেখরকে মাঝে মধ্যেই সাওয়াল জবাবের সম্মুখীন হতে হয়। কোটি কোটি টাকার নয়ছয় করার অপরাধে তাঁর সঙ্গে সঙ্গে নাম জড়িয়েছিল জ্যাকলিন এবং নোরা ফাতেহির। সুকেশ এবং জ্যাকলিনের মধ্যে যে প্রেমের সম্পর্ক - তাকে বারবার ভুল প্রমাণ করেছেন অভিনেত্রী। তবে, এবার জেল থেকেই নিজের জন্মদিনে প্রেমপত্র লিখলেন সুকেশ। প্রেমিকাকে উদ্দেশ্যে করে তিনি লিখলেন...

আরও পড়ুন < ‘ও মিসেস কোহলি…’, রেড কার্পেটে অনুস্কা শর্মা, কোহলি ডাক শুনতেই মুখ ফেরালেন নায়িকা? >

"আমার আদরের জ্যাকলিন। আজ, এবারের জন্মদিনে তোমায় খুব মিস করছি। তোমার সেই এনার্জি মিস করছি। আমার বলার কোনও শব্দ নেই। কিন্তু আমি জানি, তোমার ভালবাসা আমার জন্য কমবে না। আমায় ঘিরেই রয়েছ তুমি। তোমার মনে আমি আজও বিরাজমান। কোনও প্রমাণের দরকার পড়ে না তাঁর জন্য। ওটাই আমার জন্য সর্বোচ্চ বেবি"। এখানেই শেষ নয়! তাঁর জীবনের শ্রেষ্ঠ উপহার নাকি জ্যাকলিন!

Advertisment

জন্মদিনের দিন, সকলের উদ্দেশ্যেই ধন্যবাদ জ্ঞাপন করেছেন সুকেশ। বলছেন, "জ্যাকলিন আমার জীবনে আসার জন্য, তোমার মন আমায় দেওয়ার জন্য ধন্যবাদ। আমি অনেকের শুভেচ্ছা পেয়েছি, আমি বাধিত"। আদালত, জেল হেফাজতে দিন কাটলেও জ্যাকলিনের প্রতি যে অমোঘ টান একথা অস্বীকার করতে পারেন নি তিনি। কিন্তু এই প্রসঙ্গে বলি অভিনেত্রীর কোনও উত্তর এখনও মেলেনি।

bollywood Jacqueline Fernandez Entertainment News