Lord Ganesha Actors: সিদ্ধিদাতা গণেশ হলেন শুভ সূচনার দেবতা। এমনটাই মনে করা হয় হিন্দু বিশ্বাসে। হিন্দি টেলিভিশনে এই দেবতাকে নিয়ে একাধিক ধারাবাহিক এসেছে। তার কোনওটি শুধুই গণেশকে নিয়ে, আবারও কোনওটি অন্য কোনও দেবতাকে নিয়ে যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে গণেশের। ব্যবসা-বাণিজ্য থেকে শিল্প-সংস্কৃতি-- সব ক্ষেত্রেই তাঁর সমাদর। এক নজরে দেখে নেওয়া যাক হিন্দি টেলিভিশনের সেই চার অভিনেতাকে, যাঁরা এই চরিত্রে অভিনয় করে বিখ্যাত হয়েছেন।
জগেশ মুকাতি
২০০০ সালে সোনি টিভি-র অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ছিল 'শ্রী গণেশা'। ওই ধারাবাহিকে গণেশের ভূমিকায় জগেশ মুকাতি-র অভিনয় অত্যন্ত প্রশংসা পেয়েছিল। ১৯৯৯ সালে আমির খান ও মনীষা কৈরালা অভিনীত 'মন' ছবি দিয়ে মূলধারার অভিনয় জীবন শুরু করেন জগেশ। ২০১৭ সালের ছবি 'হাসি তো ফঁসি'-র বিপুল চরিত্রে জগেশের অভিনয় এখনও দর্শকের স্মৃতিতে তাজা।
আরও পড়ুন: দুর্গা দুর্গেশ্বরী নায়িকা সম্পূর্ণা মণ্ডলের একান্ত সাক্ষাৎকার
আকাশ নায়ার
২০১১ সালে সাহারা ওয়ান-এ শুরু হয় ধারাবাহিক 'গণেশ লীলা'। ওই ধারাবাহিকে গণেশের চরিত্রে নজর কেড়েছিলেন আকাশ নায়ার। তবে আকাশকে গণেশের চরিত্রের চেয়েও দর্শক মনে রেখেছেন ডিজনি-র জনপ্রিয় সিরিজ 'বেস্ট অফ লাক নিক্কি'-র সানি সিং চরিত্রের জন্য। ২০১১ থেকে ২০১৬-- ওই শোয়ের সবকটি সিরিজেই ছিলেন আকাশ। তারও আগে অবশ্য মুক্তি পেয়েছিল 'ভূত অ্যান্ড ফ্রেন্ডস', যে ছবিতে আকাশকে দেখা গিয়েছিল ইগলুর চরিত্রে। আকাশের 'গণেশ লীলা'-র এক ঝলক দেখে নিতে পারেন নীচের লিঙ্কে ক্লিক করে--
অল্পেশ ঢকন
হিন্দি টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় পৌরাণিক ধারাবাহিকগুলির অন্যতম ছিল লাইফ ওকে চ্যানেলের 'দেবোঁ কা দেব মহাদেব'। ওই ধারাবাহিকে গণেশের চরিত্রে অভিনয় করেন অল্পেশ ঢকন। হিন্দি টেলিভিশনে বেশ সফল কেরিয়ার অল্পেশের। 'দেবোঁ কা দেব' ছাড়াও আরও অনেক পৌরাণিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। কালারস টিভি-র 'পরিচয়' বা সোনি টিভি-র 'কুছ রঙ্গ প্যার কে অ্যায়সে ভি'-র মতো নামকরা সোশাল ড্রামাতেও দর্শক দেখেছেন তাঁকে।
আরও পড়ুন: এই প্রথম নয়, পর্দায় আগেও এসেছে শন-অনামিকা জুটি
উজেইর বসর
'শ্রী গণেশা'-র ১৭ বছর পরে আবারও সোনি টিভি নিয়ে আসে গণেশকে নিয়ে নতুন ধারাবাহিক-- 'বিঘ্নহর্তা গণেশ'। ধারাবাহিকের সম্প্রচার শুরু হয়েছে ২০১৭ সালের মাঝামাঝি। গণেশের ভূমিকায় অভিনয় করছে খুদে অভিনেতা উজেইর বসর। গণেশের অনেকগুলি রূপকে ধরার চেষ্টা করে এই ধারাবাহিক। মূল বিনায়ক রূপে অভিনয় করছে শিশু অভিনেতা উজেইর।
হিন্দি টেলিভিশনে প্রায় সব দেব দেবীকে নিয়েই ধারাবাহিক এসেছে। এবং পৌরাণিক যে কোনও ধারাবাহিকে গণেশ থাকবেন না, তেমনটা বিরল। তাই আরও অনেকেই হয়তো এই চরিত্রে অভিনয় করেছেন কিন্তু উপরোক্ত চারজনই সবচেয়ে বিখ্যাত হয়েছেন বলা যায়।