Advertisment
Presenting Partner
Desktop GIF

Janhvi Kapoor-Khushi Kapoor: মায়ের মৃত্যুও প্রভাব ফেলেনি? শোকে পাথর জাহ্নবী, বোন খুশির কাণ্ডে স্তব্ধ…

Janhvi and Khushi Kapoor: শ্রীদেবীর মৃত্যুতে ঘরে বসেই খুশি যা করেছিলেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Jahnvi and Khushi sridevi daughter reaction on mother's death

Jahnvi and Khushi - মায়ের সঙ্গে দুই অভিনেত্রী

মায়ের মৃত্যু, তারপরেও একফোঁটা কান্নার লেশমাত্র ছিল না খুশি কাপুরের ( Khushi Kapoor ) চোখে। আর, সেই সত্যই আজ সকলের সামনে প্রকাশ্যে আনলেন দিদি জাহ্নবী কাপুর ( Janhvi Kapoor )। দুজনেই এখন অভিনেত্রী, মায়ের চেনানো পথেই হাঁটছেন।

Advertisment

জাহ্নবী কাপুরের ডেবিউ প্রসঙ্গে শ্রীদেবী ( Sridevi ) জানলেও মেয়ের বিশেষ সময়ের আগেই তিনি পাড়ি দেন না ফেরার দেশে। শুধু তাই নয়, হঠাৎ করেই বলিউডের প্রথম মহিলা সুপারস্টারের মৃত্যুতে থমকে গিয়েছিলেন সকলে। বাড়ির বিয়েতেই গিয়েছিলেন শ্রীদেবী, কিন্তু আর ফিরে আসা হল না। বাথরুমে তাঁর মৃত্যু হয়। তখন, সবে ধড়ক ছবির শুটিং করছেন জাহ্নবী।

মায়ের আচমকা মৃত্যুতে নিজেকে সামলাতে পারেননি জাহ্নবী। হঠাৎ করেই, আকাশ ভেঙে পড়েছিল তাঁর মাথায়। সম্প্রতি, সেই সময়ের এক মুহূর্ত কফি উইথ করণ শোতে এসে বললেন জাহ্নবী। এসেছিলেন খুশিও। সেখানেই জাহ্নবী মাকে হঠাৎ করে হারানোর যন্ত্রণা প্রসঙ্গে বলেন...

"আমার মনে আছে যখন ফোন পেলাম তখন আমার ঘরে ছিলাম আমি। আমি খুশির ঘর থেকে অনেক কথা আর্তনাদ শুনতে পাচ্ছিলাম। যেই এর ঘরে কাঁদতে কাঁদতে ঢুকলাম তখনই দেখলাম খুশি আমায় দেখে চুপ হয়ে গেল। কারণ, ওর মনে হয়েছিল এবার ওর আর কাঁদলে চলবে না। তারপর থেকে আমি এক মিনিটের জন্য খুশিকে কাঁদতে দেখিনি। আমার পাশে বসে ওঁ সান্ত্বনা দিচ্ছিল।" তাই বলে এতটা স্বার্থপর?

আরও পড়ুন - Ira Khan Wedding: মেয়ের বিয়েতে প্রাক্তন কিরণকে চুমু, বাহুডোরে রিনা, আমিরের পরিবার-প্রীতিতে চমকাতে হয়!

এমন প্রশ্নও শুনেছিলেন তিনি। খুশির চোখে জল নেই, এদিকে জাহ্নবী কেঁদে ভাসিয়েছিলেন। খুশি বলেন, "আমার মনে মনে বিষয়টা মানতেই কষ্ট হয়েছিল যে আমার মা আর নেই। আমি ভাবতে পারছিলাম না।" তবে, তিনি বেশ শক্ত মনের মানুষ। দিদি, বাবা সকলকে একা হাতে সামলেছেন তিনি। মায়ের সঙ্গে এই একটাই বিরাট মিল আছে তাঁর।

জাহ্নবী বলেন, "আমার একটা জিনিস বলতেই হয়। মায়ের মত খুব শক্ত মনের মানুষ ওঁ। এই একটা জিনিষস ও মায়ের কাছ থেকে পেয়েছে। ও খুব শান্ত, খুব সাবলীল এইসব বিষয়ে।" উল্লেখ্য, খুশি The Archies ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেছেন। সেই ছবিও বেশ পছন্দ হয়েছে অনেকের।

আরও পড়ুন জাহ্নবী কাপুর এই তিনজনের নম্বর স্পিড ডায়ালে রেখেছেন, কারা জানেন?

khushi kapoor sridevi Janhvi kapoor bollywood Entertainment News
Advertisment